
লালমনিরহাটের হাতীবান্ধায় শরিফুল ইসলাম শরীফ নামে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গোলাম রব্বানী (৪৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার রাতে উপজেলার উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে। পরদিন বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বড় ভাই সিরাজুল ইসলাম পলাশ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
গ্রেপ্তার গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। এ ছাড়া সে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
জানা গেছে, তিন বছর ধরে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী হাফিজিয়া পড়ছে। গত রোববার রাতে শিক্ষক গোলাম রব্বানী ওই শিক্ষার্থীকে তাঁর রুমে ডেকে নেন। এরপর সেখানে ওই শিক্ষার্থীকে নানাভাবে যৌন হয়রানি করেন। পরের দিন সোমবার সকালে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বলেন, ‘আমার ছোট ভাই সকালে বাড়িতে এসেই কান্নাকাটি শুরু করে। পরে এ নিয়ে তার কাছে জানতে চাইলে সে ওই ঘটনাটি খুলে বলে। তার কাছ থেকে এসব শুনেই আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। শুধু আমার ছোট ভাইকে নয়। এর আগে এমন আরও ঘটনা সে ঘটিয়েছে অনেক শিক্ষার্থীর সাথে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গোলাম রব্বানী নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে