প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গ্রামে স্থানীয় নর্থ এগস্ লিমিটেড নামে একটি পোলট্রি খামার থেকে ছড়িয়ে পড়া বর্জ্যে আশপাশের এলাকা দূষিত হয়ে পড়েছে। ফার্মটির মৃত মুরগি গুলিকে বাইরে যত্রতত্র ভাবে ফেলে দেওয়া হচ্ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দৌলতপুর গ্রামে নর্থ এগস্ লিমিটেড নামে একটি পোলট্রি খামার স্থাপন হওয়ার পর এই অবস্থা সৃষ্টি হয়েছে। বেওয়ারিশ কুকুরগুলো ওই মুরগি গুলো খেতে ফার্মের চার-পাশে ঘোরাঘুরি করে। যখন ফার্ম থেকে মৃত মুরগি না আসে তখনি এ কুকুরগুলো আশপাশের গ্রাম গুলোতে ঢুকে পড়ে। গরু-ছাগল ও মানুষের ওপর আক্রমণ করে। একাধিক ব্যক্তির গৃহপালিত গরু ও ছাগল কুকুরের আক্রমণে শিকার হয়ে কিছুদিন পর বিষক্রিয়া হয়ে একের পর এক মারা যাচ্ছে। কুকুরের আতঙ্কে পথচারীরাও নির্ভয়ে চলাচল করতে পারছে না।
পাশের গ্রামের দশভাই পাড়ার মোমেনা খাতুন জানান, তাঁর বৃদ্ধা বাবা ইউনুস আলী সাইকেল চালিয়ে স্থানীয় একটি বাজারে রওনা হচ্ছিলেন। পথিমধ্যে একটি কুকুর এসে তাঁর পায়ে কামড় দেয়। বড় ধরনের ক্ষত তৈরি হয়। দীর্ঘদিন তিনি চলা ফেরা করতে পারেননি। পরে চিকিৎসা নিয়ে এখন কোন রকম ঘরের মধ্যে দিন কাটছে তাঁর।
দৌলতপুর গ্রামের ইউপি সদস্য শামসুল হক চৈতু বলেন, খামারের বর্জ্য অব্যবস্থাপনার কারণে তিলডাঙ্গী, বিলপাড়া, কুমিল্লাহাড়ী, ধনী পাড়া, মালিপাড়া, দশ ভাই পাড়া, মণ্ডল পাড়াসহ আশপাশের অন্তত দশটি গ্রামের কয়েক হাজার মানুষ মশা-মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জীবন যাপন করছে। খামারের পচা পানি আর মুরগির বিষ্ঠায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। প্রতিকার পেতে কয়েকবার খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু করেনি।
বিহারি পাড়ার আব্দুর রহমান অভিযোগ করে বলেন, নলকূপের পানিও পচা গন্ধ। এতে বিশুদ্ধ পানির অভাব ভুগছেন তাঁর পরিবারসহ আশপাশের এলাকার মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানায় ভুক্তভোগীরা। এ অবস্থার হাত থেকে রক্ষা পেতে অনেকে মশারির ভেতরে ঢুকে খাবার খাচ্ছে।
গৌরীপুর গ্রামের মতিউর রহমান জানান, স্থানীয়দের নিয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মাহ্ফুজার রহমান সরকার বলেন, ওই ফার্মটি পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ না করলে গ্রাম গুলোতে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাবে।
এ ব্যাপারে নর্থ এগস্ কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বলাকা উদ্যান নামে একটি পিকনিক স্পট ওই খামারের নিকটে। জেলা ও উপজেলা প্রশাসনের ভিআইপি পিকনিকগুলো ওই জায়গাতে করতে হয়। আমরা নিজেরাও ওই স্পটে পিকনিক করতে পারি না।
উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উপজেলা প্রশাসনকে আশ্বাস দিয়ে খামার কর্তৃপক্ষ জানান, বর্জ্য নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে তাঁরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গ্রামে স্থানীয় নর্থ এগস্ লিমিটেড নামে একটি পোলট্রি খামার থেকে ছড়িয়ে পড়া বর্জ্যে আশপাশের এলাকা দূষিত হয়ে পড়েছে। ফার্মটির মৃত মুরগি গুলিকে বাইরে যত্রতত্র ভাবে ফেলে দেওয়া হচ্ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দৌলতপুর গ্রামে নর্থ এগস্ লিমিটেড নামে একটি পোলট্রি খামার স্থাপন হওয়ার পর এই অবস্থা সৃষ্টি হয়েছে। বেওয়ারিশ কুকুরগুলো ওই মুরগি গুলো খেতে ফার্মের চার-পাশে ঘোরাঘুরি করে। যখন ফার্ম থেকে মৃত মুরগি না আসে তখনি এ কুকুরগুলো আশপাশের গ্রাম গুলোতে ঢুকে পড়ে। গরু-ছাগল ও মানুষের ওপর আক্রমণ করে। একাধিক ব্যক্তির গৃহপালিত গরু ও ছাগল কুকুরের আক্রমণে শিকার হয়ে কিছুদিন পর বিষক্রিয়া হয়ে একের পর এক মারা যাচ্ছে। কুকুরের আতঙ্কে পথচারীরাও নির্ভয়ে চলাচল করতে পারছে না।
পাশের গ্রামের দশভাই পাড়ার মোমেনা খাতুন জানান, তাঁর বৃদ্ধা বাবা ইউনুস আলী সাইকেল চালিয়ে স্থানীয় একটি বাজারে রওনা হচ্ছিলেন। পথিমধ্যে একটি কুকুর এসে তাঁর পায়ে কামড় দেয়। বড় ধরনের ক্ষত তৈরি হয়। দীর্ঘদিন তিনি চলা ফেরা করতে পারেননি। পরে চিকিৎসা নিয়ে এখন কোন রকম ঘরের মধ্যে দিন কাটছে তাঁর।
দৌলতপুর গ্রামের ইউপি সদস্য শামসুল হক চৈতু বলেন, খামারের বর্জ্য অব্যবস্থাপনার কারণে তিলডাঙ্গী, বিলপাড়া, কুমিল্লাহাড়ী, ধনী পাড়া, মালিপাড়া, দশ ভাই পাড়া, মণ্ডল পাড়াসহ আশপাশের অন্তত দশটি গ্রামের কয়েক হাজার মানুষ মশা-মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জীবন যাপন করছে। খামারের পচা পানি আর মুরগির বিষ্ঠায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। প্রতিকার পেতে কয়েকবার খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু করেনি।
বিহারি পাড়ার আব্দুর রহমান অভিযোগ করে বলেন, নলকূপের পানিও পচা গন্ধ। এতে বিশুদ্ধ পানির অভাব ভুগছেন তাঁর পরিবারসহ আশপাশের এলাকার মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানায় ভুক্তভোগীরা। এ অবস্থার হাত থেকে রক্ষা পেতে অনেকে মশারির ভেতরে ঢুকে খাবার খাচ্ছে।
গৌরীপুর গ্রামের মতিউর রহমান জানান, স্থানীয়দের নিয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মাহ্ফুজার রহমান সরকার বলেন, ওই ফার্মটি পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ না করলে গ্রাম গুলোতে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাবে।
এ ব্যাপারে নর্থ এগস্ কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বলাকা উদ্যান নামে একটি পিকনিক স্পট ওই খামারের নিকটে। জেলা ও উপজেলা প্রশাসনের ভিআইপি পিকনিকগুলো ওই জায়গাতে করতে হয়। আমরা নিজেরাও ওই স্পটে পিকনিক করতে পারি না।
উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উপজেলা প্রশাসনকে আশ্বাস দিয়ে খামার কর্তৃপক্ষ জানান, বর্জ্য নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে তাঁরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে