Ajker Patrika

‘হামার গ্রামে শনিবার থাকি কারেন্ট নাই, ফ্রিজোত মাংস থুবার পারি নাই’

শিপুল ইসলাম, রংপুর
‘হামার গ্রামে শনিবার থাকি কারেন্ট নাই, ফ্রিজোত মাংস থুবার পারি নাই’

‘তুফান হইলেও এত দিন ধরি কারেন্ট বন্ধ থাকে নাই। শনিবার থাকি হামার গ্রাম, আশপাশের গ্রাম কোনোটে কারেন্ট নাই। ফ্রিজোত মাংস থুবার পারি নাই। আগোত যেগলা খাবার তরকারি আছলো তাক নষ্ট হয়া গেইছে। এর দায় পল্লী বিদ্যুতের নিতে হবে।’ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে কথাগুলো বলছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার মনোয়ার হোসেন। 

পল্লী বিদ্যুতের ওপর ক্ষুব্ধ হয়ে মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার দিন ধরে তাঁর গ্রামে বিদ্যুৎ নেই। কোরবানির পশুর মাংস ফ্রিজে সংরক্ষণ করতে পারেননি। আগে থেকে যা সংরক্ষণ করা ছিল তাও পচে নষ্ট হয়ে গেছে। 

এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দারা। ইকরচালী গ্রামের কৃষক আনারুল হক বলেন, ‘কারেন্টও কি ছুটি নিছে বাহে, ঈদ-তাওয়ারেও থাকছে না। কারখানা, অফিস-আদালত সউগে তো বন্ধ, তাও সারা দিন কারেন্ট পাওছি না। মাসে মাসে বিল তো ঠিকই দেই, সউগ সময় কারেন্ট পাওছি না কেন? দ্যাশোত কি কারেন্টের মঙ্গা নাগিল?’

স্থানীয়রা বলেছেন, বিদ্যুৎ না থাকায় বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের বিক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুতের দাবিতে গত সোমবার রাতে দুই দফা মিরাপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র লাঠি হাতে এবং গতকাল মঙ্গলবার রাতে চেংমারি বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করেছিলেন। তবুও বিদ্যুৎ সমস্যার সমাধান পাননি তাঁরা। 

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলায় আটটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত রোববার থেকে ২৪ ঘণ্টায় মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়েছে। আর বদরগঞ্জে ১০টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও গত শনিবার মধ্যরাতের পর থেকে আটটি ফিডার বুধবার দুপুর পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। গত সোমবার ঈদের দিন মধ্যরাত থেকে পরদিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় চেংমারি বিদ্যুৎ উপকেন্দ্রও বিদ্যুৎহীন ছিল। 

তারাগঞ্জ উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে ইকরচালী বাজারের অবস্থান। বিদ্যুৎ না থাকায় বিকেল বেলায় পুরো বাজারে যেন অন্ধকার নেমেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকেই এ বাজারে বিদ্যুৎ নেই। দুপুরে একবার আসলেও তা ১০ মিনিটে পর চলে গেছে। 

সদর উপজেলার ইকরচালী বাজারের ব্যবসায়ী জুন মিয়া আজ বুধবার বলেন, ‘তিন দিন থাকি টানা কারেন্ট নাই। ১৫ হাজার টাকার আইসক্রিম নষ্ট হয়ে গেছে। কারেন্ট এবার ঈদের বাজারে ব্যবসায় লালবাতি জ্বালাল।’ এগুলো সব কারেন্টের লোকের কারসাজি। বলেও মন্তব্য করেন তিনি। একই ধরনের অভিযোগ করেন ওই বাজারের আরও কয়েকজন। 

তারাগঞ্জের প্রামাণিক পাড়া গ্রামের গৃহবধূ হাফিজা বেগম বলেন, ‘নেম্পো জ্বালে রাইত কাটাউছি। কোরবানির মাংস ফ্রিজোত থুচনো তাক কারেন্ট না থাকায় গন্ধ বেরাইছে। তাকে বের করি সিদ্ধ করছি। তাও গন্ধ যাওছে না। কারেন্ট থাকলে এমন হইল না হয়।’ 

তারাগঞ্জের ফকিরপাড়া গ্রামের ইজিবাইকচালক মাহামুদুল হাসান বলেন, ‘ঈদের সময় দ্বিগুণ কামাই। কিন্তু দুদিন থাকি গাড়ি বের কইরার পাওছি না। সারা দিনে এক ঘণ্টাও কারেন্ট থাকোছে না। কারেন্ট কোনা থাকলে দুই দিনে চার হাজার কামাই হইল হয়, অ্যালা তাক সউগ লস। ঘরোত বসি আছি।’ 

ওই গ্রামের দিনমজুর মশিয়ার রহমান বলেন, ‘খুব যন্ত্রণায় আছি এই কারেন্ট নিয়া। এটে দ্যাওয়া নাগাইলেও কারেন্ট যায়, রইদ উঠালেইও কারেন্ট যায়। কারেন্ট খালি অল্প সময় থাকে। না পাই ঠিক মতোন ফ্যানের বাতাস খাবার, না পাই রাইতো লাইট জ্বলার।’ 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জি এম মো. খুরশীদ আলম বলেন, ‘বৃষ্টি-বাদলের কারণে ট্রান্সফরমার জ্বলে যাওয়া ও বৈদ্যুতিক তারে গাছপালা পড়ায় গ্রাহক পর্যায়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমাদের লোকজন মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপরে গোডাউনে লাগা আগুন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক বার্তায় আগুন নিয়ন্ত্রণের খবর দিয়েছে।

বার্তায় বলা হয়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসে।

গুলিস্তানের জিরো পয়েন্টে আট তলা বাণিজ্যিক ভবনটির ছাদে আজ বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। আগুন নিয়ন্ত্রণে শুরুতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর আগুন লাগার তথ্য দিয়ে আজ বিকেলে এক বার্তায় বলেছিল, আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পাঠানো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় আজ শুক্রবার বিকেল ট্রাকে ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় আজ শুক্রবার বিকেল ট্রাকে ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে ধাক্কায় প্রাইভেট কারের আরোহী মা ও শিশুপুত্র নিহত হয়েছেন। তাঁরা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তিরা হলেন ফেনীর জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্র তাজরিয়া কবির। তাঁরা টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঢাকায় ফিরছিলেন।

গোড়াই হাইওয়ে পুলিশ সূত্র জানা গেছে, বিকেল ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের পেছনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা মা ও শিশু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন প্রাইভেট কারের চালক। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাইভেট কারে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডুবে যাওয়া বাল্কহেড। ছবি: আজকের পত্রিকা
ডুবে যাওয়া বাল্কহেড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে বাল্কহেডের ভেতর থেকে দুজনের লাশ পাওয়া যায়।

মৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠি জেলার মোহাম্মদ হাসান (২০)।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে ঢাকাগামী সুন্দরবন-১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন স্টাফ আটকা পড়েন। তাঁদের উদ্ধারে ১১ ঘণ্টা অভিযান চালায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিকেল পৌনে ৫টায় দুজনের লাশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, লাশ দুটি বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মূল আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ-মিছিল হয়েছে। আজ শুক্রবার নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে এ বিক্ষোভ-মিছিল বের হয়।

মিছিলটি নগরীর মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে জামালখানে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলকারীরা হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি আধিপত্যবাদবিরোধী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, যে সরকার তিন সপ্তাহ হয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। তাঁরা হাদি হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত