Ajker Patrika

গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার র‍্যাব-১৩-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার র‍্যাব-১৩-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য আনিছুর রহমানকে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন এসব তথ্য জানান। র‍্যাব-১৩-এর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার কবির আলম (২৭), থানশিনপুর এলাকার রাসেল মিয়া (২৮), সাদুল্লাপুর উপজেলার পাটানোছা এলাকার শহিদুল ইসলাম (৪০) ও ক্ষুদ্র রসুলপুর এলাকার রাশেদ মণ্ডল (৪২)। রাশেদের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধা সদরের কিসামত গ্রামের বাসিন্দা আনিছুর রহমান পত্রিকা বিক্রির পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২৪ এপ্রিল তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর অটোরিকশাটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন। এরপর সেটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে আনিছুরকে ছুরিকাঘাত করেন। ২৫ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন আনিছুর রহমানের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি দলের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যতম আসামি আরিফ মিয়াকেও ২৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত