
গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য আনিছুর রহমানকে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন এসব তথ্য জানান। র্যাব-১৩-এর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার কবির আলম (২৭), থানশিনপুর এলাকার রাসেল মিয়া (২৮), সাদুল্লাপুর উপজেলার পাটানোছা এলাকার শহিদুল ইসলাম (৪০) ও ক্ষুদ্র রসুলপুর এলাকার রাশেদ মণ্ডল (৪২)। রাশেদের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধা সদরের কিসামত গ্রামের বাসিন্দা আনিছুর রহমান পত্রিকা বিক্রির পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২৪ এপ্রিল তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর অটোরিকশাটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন। এরপর সেটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে আনিছুরকে ছুরিকাঘাত করেন। ২৫ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন আনিছুর রহমানের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি দলের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যতম আসামি আরিফ মিয়াকেও ২৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে