খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

উচ্চ শব্দে মাইক বা ডিজে না বাজাতে দিনাজপুরের খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
নির্দেশনা দিয়েই তিনি বসে থাকেননি: শব্দদূষণে গণ-উৎপাত সৃষ্টির দায়ে উপজেলার গোবিন্দপুর গ্রামের এক যুবককে ২০০ টাকা জরিমানাও করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আলোকঝাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ইউএনও। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।
এর আগে শনিবার রাতে ইউএনও খানসামা দিনাজপুর নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষাসমূহ চলমান। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিঘ্নহীন প্রস্তুতির কথা বিবেচনা করে দিনে বা রাতে উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড সিস্টেম চালাবেন না। শব্দদূষণ শাস্তিযোগ্য অপরাধ। এসংক্রান্ত যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। কল করুন ৯৯৯ বা ০১৩২০১৩৬৫৭৩ বা ০১৭৬১৪৯৩৫২৯ নম্বরে।’
এ ব্যাপারে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময়ই উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড বাজানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা।’

উচ্চ শব্দে মাইক বা ডিজে না বাজাতে দিনাজপুরের খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
নির্দেশনা দিয়েই তিনি বসে থাকেননি: শব্দদূষণে গণ-উৎপাত সৃষ্টির দায়ে উপজেলার গোবিন্দপুর গ্রামের এক যুবককে ২০০ টাকা জরিমানাও করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আলোকঝাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ইউএনও। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।
এর আগে শনিবার রাতে ইউএনও খানসামা দিনাজপুর নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষাসমূহ চলমান। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিঘ্নহীন প্রস্তুতির কথা বিবেচনা করে দিনে বা রাতে উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড সিস্টেম চালাবেন না। শব্দদূষণ শাস্তিযোগ্য অপরাধ। এসংক্রান্ত যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। কল করুন ৯৯৯ বা ০১৩২০১৩৬৫৭৩ বা ০১৭৬১৪৯৩৫২৯ নম্বরে।’
এ ব্যাপারে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময়ই উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড বাজানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা।’

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে