ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৪ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে