রংপুর প্রতিনিধি

‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’

‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে