লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট ও খেংটি গ্রামে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি এবং বুড়িমারী ও ঝালঙ্গী ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৮ টিসহ অবৈধভাবে নিয়ে আসা ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন, বিজিবি, পাটগ্রাম থানা, গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। গঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
রংপুর ৬১ বিজিবি, ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোসলেম উদ্দিন ও ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার সুবেদার বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্য, পাটগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশ, গ্রাম পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স ওই গ্রামের বিভিন্ন এলাকা ও বাড়ি তল্লাশি করে অবৈধ পথে আনা ভারতীয় ২৪টি গরু জব্দ করে। গরুগুলোকে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডারের জিম্মায় রাখা হয়েছে।
পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, সকালে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ১৮টি গরু আটক করে। পরে টাস্কফোর্সের অভিযানে আরও ৬টি গরু জব্দ করা হয়।
পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চোরাচালান রোধে পাটগ্রাম উপজেলা জুড়ে টাস্কফোর্সের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। আটককৃত গরু গুলো নিলামে তুলতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে