বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

এক সময় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে উপলক্ষ্য করে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে যমুনেশ্বরী নদীর তীর উৎসবে মেতে উঠতো। সনাতন ধর্মাবলম্বী আর স্থানীয় মুসলমানদের মিলনমেলায় পরিণত হতো নদী তীর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত নৌকা বাইচ। নদীর দুই কিনারে গিজ গিজ করতো মানুষ, পা ফেলার জায়গা থাকতো না! আর সন্ধ্যার আগে আশেপাশের এলাকার দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হতো একই স্থানে। ফলে ওই সময় নানা মণ্ডপ থেকে আসা প্রতিমার সাজসজ্জায় ঝলমল করে উঠতো নদী।
এখন আর সেই দৃশ্য নেই। পানি প্রবাহ কমে যাওয়া, সেই সঙ্গে বালুদস্যুতে দৌরাত্ম্যে যমুনেশ্বরী ভরাট হয়ে এখন প্রায় চড়ে পরিণত হয়েছে। আগের মতো নদীতে মাছ হয় না, ফলে অধিকাংশ জেলে পেশা বদল করেছেন। জেলে নেই, নদীতে নৌকাও আর আগের মতো দেখা যায় না। এ কারণেই প্রায় ১০ বছর ধরে প্রতিমা বির্সজনের দিন নৌকা বাইচ হয় না বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
বুধবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বদরগঞ্জ পৌর শহরের ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য এক সঙ্গে নেওয়া হয় যমুনেশ্বরী নদীর তীরে পশু মেলার মাঠে। সেখানে সন্ধ্যা পর্যন্ত ঢাকের বাদ্যে নাচে গানে মেতে ওঠে নারী-পুরুষ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সিরিয়াল অনুযায়ী একের পর এক প্রতিমা রিকশাভ্যান যোগে যমুনেশ্বরী নদীতে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন দেওয়ার আগেই মেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আমরুলবাড়ি গ্রামের দুলাল চন্দ্র রায়। এতো আগে কেন ফেরা হচ্ছে জানতে চাইতেই দুলালের কণ্ঠে ঝরল হতাশা। তিনি বলেন, ‘আগে নৌকায় চড়ে আনন্দ উল্লাস করে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখন নদীতে পানি না থাকায় সেই আনন্দ নাই। এ কারণে বিসর্জনের আগেই বাড়ি ফিরছি।’
পৌর প্যানেল মেয়র মানিক চন্দ্র রায় বলেন, ‘আগে প্রতিমা বিসর্জনে নৌকা চালনার প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা দেখতে মুসলমান সম্প্রদায়ের লোকজনও পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে আসত। এতে অর্ধলাখ মানুষের সমাগম ঘটতো। কিন্তু এখন নদীতে পানি না থাকায় সেই দৃশ্য নেই।’
যমুনেশ্বরী শুকিয়ে যাওয়ায় একদিকে যেমন নদীর ওপর নির্ভরশীল মানুষেরা পেটের দায়ে পেশা বদল করেছেন। অথবা নতুন পেশায় মানিয়ে নিতে এখনো ধুঁকছেন। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনন্দেও ভাটা পড়েছে। যেমনটি বলছিলেন আমরুলবাড়ির দুলাল চন্দ্রসহ স্থানীয় অনেকেই।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবিন্দ কুণ্ডু বলেন, ‘আগে নদীতে পানি ছিল প্রচুর। নৌকা ছিল অনেক। পৌর শহরের মণ্ডপগুলোর প্রতিমা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পূজামণ্ডপের প্রতিমা নিয়ে আসা হতো এই যমুনেশ্বরী নদীতে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো নৌকা প্রতিযোগিতা। সূর্য ডোবার পর নৌকা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো।'
তিনি বলেন, ‘এখন নদী ভরাট হয়ে চর জেগে উঠছে। তেমন পানি নেই নদীতে। অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ায় আগের মতো নৌকাও নেই। এ কারণে প্রায় ১০ বছর ধরে নৌকা বাইচ হয় না।'

এক সময় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে উপলক্ষ্য করে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে যমুনেশ্বরী নদীর তীর উৎসবে মেতে উঠতো। সনাতন ধর্মাবলম্বী আর স্থানীয় মুসলমানদের মিলনমেলায় পরিণত হতো নদী তীর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত নৌকা বাইচ। নদীর দুই কিনারে গিজ গিজ করতো মানুষ, পা ফেলার জায়গা থাকতো না! আর সন্ধ্যার আগে আশেপাশের এলাকার দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হতো একই স্থানে। ফলে ওই সময় নানা মণ্ডপ থেকে আসা প্রতিমার সাজসজ্জায় ঝলমল করে উঠতো নদী।
এখন আর সেই দৃশ্য নেই। পানি প্রবাহ কমে যাওয়া, সেই সঙ্গে বালুদস্যুতে দৌরাত্ম্যে যমুনেশ্বরী ভরাট হয়ে এখন প্রায় চড়ে পরিণত হয়েছে। আগের মতো নদীতে মাছ হয় না, ফলে অধিকাংশ জেলে পেশা বদল করেছেন। জেলে নেই, নদীতে নৌকাও আর আগের মতো দেখা যায় না। এ কারণেই প্রায় ১০ বছর ধরে প্রতিমা বির্সজনের দিন নৌকা বাইচ হয় না বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
বুধবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বদরগঞ্জ পৌর শহরের ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য এক সঙ্গে নেওয়া হয় যমুনেশ্বরী নদীর তীরে পশু মেলার মাঠে। সেখানে সন্ধ্যা পর্যন্ত ঢাকের বাদ্যে নাচে গানে মেতে ওঠে নারী-পুরুষ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সিরিয়াল অনুযায়ী একের পর এক প্রতিমা রিকশাভ্যান যোগে যমুনেশ্বরী নদীতে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন দেওয়ার আগেই মেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আমরুলবাড়ি গ্রামের দুলাল চন্দ্র রায়। এতো আগে কেন ফেরা হচ্ছে জানতে চাইতেই দুলালের কণ্ঠে ঝরল হতাশা। তিনি বলেন, ‘আগে নৌকায় চড়ে আনন্দ উল্লাস করে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখন নদীতে পানি না থাকায় সেই আনন্দ নাই। এ কারণে বিসর্জনের আগেই বাড়ি ফিরছি।’
পৌর প্যানেল মেয়র মানিক চন্দ্র রায় বলেন, ‘আগে প্রতিমা বিসর্জনে নৌকা চালনার প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা দেখতে মুসলমান সম্প্রদায়ের লোকজনও পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে আসত। এতে অর্ধলাখ মানুষের সমাগম ঘটতো। কিন্তু এখন নদীতে পানি না থাকায় সেই দৃশ্য নেই।’
যমুনেশ্বরী শুকিয়ে যাওয়ায় একদিকে যেমন নদীর ওপর নির্ভরশীল মানুষেরা পেটের দায়ে পেশা বদল করেছেন। অথবা নতুন পেশায় মানিয়ে নিতে এখনো ধুঁকছেন। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনন্দেও ভাটা পড়েছে। যেমনটি বলছিলেন আমরুলবাড়ির দুলাল চন্দ্রসহ স্থানীয় অনেকেই।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবিন্দ কুণ্ডু বলেন, ‘আগে নদীতে পানি ছিল প্রচুর। নৌকা ছিল অনেক। পৌর শহরের মণ্ডপগুলোর প্রতিমা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পূজামণ্ডপের প্রতিমা নিয়ে আসা হতো এই যমুনেশ্বরী নদীতে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো নৌকা প্রতিযোগিতা। সূর্য ডোবার পর নৌকা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো।'
তিনি বলেন, ‘এখন নদী ভরাট হয়ে চর জেগে উঠছে। তেমন পানি নেই নদীতে। অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ায় আগের মতো নৌকাও নেই। এ কারণে প্রায় ১০ বছর ধরে নৌকা বাইচ হয় না।'

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে