Ajker Patrika

নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪৫
নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

পরীক্ষার আগের দিন নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী (১৬)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গত চার দিনেও তার সন্ধান পাননি স্বজনেরা। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামের নুর জামালের মেয়ে নুর নীলা। উপজেলার ফারাবাড়ী কুশুম উদ্দীন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পরীক্ষার আগের দিন থেকে নিখোঁজ থাকার কারণে পরীক্ষায় বসতে পারেনি সে। 

বাবা নুর জামাল জানান, বুধবার বিকেল ৫টায় রাণীশংকৈল উপজেলার কাদিহাট গ্রামে নানার বাড়ি থেকে দোয়া নিয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। গেল চার দিন সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, মেয়েটির সন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে কারও সঙ্গে যেতে পারে। মেয়ের পরিবার ছেলের নাম বললেও তার মোবাইল ফোন নম্বর দিতে পারেনি। মোবাইল ফোনের নম্বর পেলে দ্রুত খোঁজ পাওয়া সম্ভব হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত