কেএম হিমেল আহমেদ, গঙ্গাচড়া (রংপুর)

আবদুল মান্নান, বয়স ৭৫ বছর। তিনি গঙ্গাচড়ার গজঘণ্টা তালুকখালু গ্রামের ভোটার। আজ রোববার সকাল সকাল স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, সে সময় কথা হয় তাঁর সঙ্গে।
আবদুল মান্নান বললেন, ‘আর কয়টা দিন আছি দুনিয়াত। চলতে ফিরতে কষ্ট হয়। কখন মরি কখন বাঁচি, এবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিছি।’
তালুকখালু, গুলালবুদাই, বড়ুরুপাইসহ ছয়টি ভোটকেন্দ্রে সরেজমিন দেখা যায়, নিয়ম অনুযায়ী সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। তবে উত্তরের এই জনপদে পৌষের হিম আবহাওয়ার মধ্যেও ভোটকেন্দ্র খোলার ঘণ্টাখানেক আগে থেকে ভোটারদের অপেক্ষা করতে দেখা যায় কেন্দ্রের আশপাশে।
আবদুল মান্নান জানান, সব নির্বাচনেই নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বললেন, ‘ভোট দিয়া খুব ভালো লাগছে। এবারের নির্বাচন খুব সুন্দরভাবে হচ্ছে।’
বেলা খানিক বাড়লে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, আবদুল মান্নানের মতো আরও প্রবীণ ভোটাররা ভোটকেন্দ্র আসছেন ভিড় বাড়ার আগে।
নির্বাচন অফিসের তথ্যমতে, রংপুর-১ আসনের নির্বাচনী এলাকা রংপুর সিটির ৮টি ওয়ার্ড ও গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ২১৯। এর মধ্যে প্রবীণ ভোটার রয়েছেন প্রায় ৭০ হাজার।
৭৫ বছর বয়সী খলিলুর রহমান একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তিনি বলেন, ‘সারা জীবন মানুষের ভোট নিয়েছি। আজ নিজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। অনেক উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি।’
গজঘণ্টার আবদুল কুদ্দুস (৫০) ভোট দিতে এসেছিলেন বাইসাইকেল চড়ে। তিনিও মনে করেন, এবারের ভোট ভালো হচ্ছে।
এদিকে রংপুর-১ আসনের দুই হেভিওয়েট প্রার্থী মো. আসাদুজ্জামান বাবলু ও মসিউর রহমান রাঁঙ্গা সকাল ৮টায় নিজেদের কেন্দ্র ভোট দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ভোটের ব্যালট পেপার পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে। এবারের ভোট সুস্থ হওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে গেছি। আশা করছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সতর্ক অবস্থায় আছি।’

আবদুল মান্নান, বয়স ৭৫ বছর। তিনি গঙ্গাচড়ার গজঘণ্টা তালুকখালু গ্রামের ভোটার। আজ রোববার সকাল সকাল স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, সে সময় কথা হয় তাঁর সঙ্গে।
আবদুল মান্নান বললেন, ‘আর কয়টা দিন আছি দুনিয়াত। চলতে ফিরতে কষ্ট হয়। কখন মরি কখন বাঁচি, এবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিছি।’
তালুকখালু, গুলালবুদাই, বড়ুরুপাইসহ ছয়টি ভোটকেন্দ্রে সরেজমিন দেখা যায়, নিয়ম অনুযায়ী সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। তবে উত্তরের এই জনপদে পৌষের হিম আবহাওয়ার মধ্যেও ভোটকেন্দ্র খোলার ঘণ্টাখানেক আগে থেকে ভোটারদের অপেক্ষা করতে দেখা যায় কেন্দ্রের আশপাশে।
আবদুল মান্নান জানান, সব নির্বাচনেই নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বললেন, ‘ভোট দিয়া খুব ভালো লাগছে। এবারের নির্বাচন খুব সুন্দরভাবে হচ্ছে।’
বেলা খানিক বাড়লে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, আবদুল মান্নানের মতো আরও প্রবীণ ভোটাররা ভোটকেন্দ্র আসছেন ভিড় বাড়ার আগে।
নির্বাচন অফিসের তথ্যমতে, রংপুর-১ আসনের নির্বাচনী এলাকা রংপুর সিটির ৮টি ওয়ার্ড ও গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ২১৯। এর মধ্যে প্রবীণ ভোটার রয়েছেন প্রায় ৭০ হাজার।
৭৫ বছর বয়সী খলিলুর রহমান একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তিনি বলেন, ‘সারা জীবন মানুষের ভোট নিয়েছি। আজ নিজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। অনেক উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি।’
গজঘণ্টার আবদুল কুদ্দুস (৫০) ভোট দিতে এসেছিলেন বাইসাইকেল চড়ে। তিনিও মনে করেন, এবারের ভোট ভালো হচ্ছে।
এদিকে রংপুর-১ আসনের দুই হেভিওয়েট প্রার্থী মো. আসাদুজ্জামান বাবলু ও মসিউর রহমান রাঁঙ্গা সকাল ৮টায় নিজেদের কেন্দ্র ভোট দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ভোটের ব্যালট পেপার পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে। এবারের ভোট সুস্থ হওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে গেছি। আশা করছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সতর্ক অবস্থায় আছি।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে