Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাকক্ষ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাকক্ষ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর নিজ মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পরশুরামেরকুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাদ্রাসা শিক্ষক আবু তালেব (৩০)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ হন। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান আবু তালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে পর মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই আর বাড়িতে ফেরেন নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় তিনি সেখানে যাবেন এটা আমাদের ভাবনায় আসেনি। ভাইকে দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল।’ 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, ‘মাদ্রাসা শিক্ষকের মৃত্যু প্রাথমিকভাবে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত