
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে রংপুরের আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড এলাকা থেকে আজমল হোসের দুলুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুলু উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের বাসিন্দা। এ নিয়ে সোনা মিয়া হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গত সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসার কথা ছিল। মন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর সমর্থকেরা আনোয়ারুলের সমর্থকদের ওপর হামলা চালান। উদ্ভূত পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে অংশ না নিয়ে সেখান থেকে চলে যান।
এদিকে সোমবার রাত আটটার দিকে সোনা মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।
ওই ঘটনায় গত বুধবার দুপুরে সোনা মিয়ার বড় ছেলে আখতারুজ্জামান সোহেল বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপারের মুখপাত্র (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, সোনা মিয়া হত্যাকাণ্ডে আজ শনিবার সকাল পর্যন্ত আটজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে