
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’
সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’
তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে