পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

স্বামী ও শিশুসন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন তিনি। প্রেমিককে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। কিন্তু শিশুসন্তানের জন্য মন পুড়ছিল ওই নারীর। তাই আবার আগের স্বামীর কাছে ফিরতে চাইলেন। এ নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ দেখা দেয়। বিয়ের ১০ দিনের মাথায় দ্বিতীয় স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বাড়ি থেকে। আজ শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই নারীর বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। আগের স্বামীর বাড়ি শরীয়তপুর জেলায়। ওই নারীর দুই স্বামী একে অপরের বন্ধু। তাঁরা একসঙ্গে গাজীপুরে গার্মেন্টসে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধুর প্রথম স্বামীর স্ত্রীর সঙ্গে একসময় সম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় স্বামীর। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করে চাকরি ছেড়ে পলাশবাড়ীতে এসে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের সপ্তাহ না পেরোতেই ওই নারী তাঁর আগের সংসারে ফিরে যেতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজ ভোরে স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ ব্যাপারে ওই নারী বলেন, ‘প্রেম করে আমাদের বিয়ে হলেও আগের সংসারে আমার সন্তান রয়েছে। সে কারণে এখানে মন বসছিল না। তাই সেখানে ফিরে যেতে চাইলে ওর সঙ্গে আমার ঝগড়া হয়। একপর্যায়ে ওড়না দিয়ে ও গলায় ফাঁস দেয়। আমি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
ওই নারী আরও বলেন, ‘আমার স্বামীর সঙ্গে বন্ধুত্বের সুবাদে মাঝেমধ্যে ও (দ্বিতীয় স্বামী) আমাদের বাড়িতে আসত। ওর সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হতো। এতে তার প্রতি আমার অনেকটা দুর্বলতা তৈরি হয়। কিন্তু আমি কখনো আমার সংসার থেকে পৃথক হতে চাইনি। ও বারবার চাপ দিলে আমি কোলের সন্তান-সংসার ছাড়তে বাধ্য হই। পালিয়ে এসে ওকে বিয়ে করি। পরে আমি ফিরে যেতে চাইলে রাগ-অভিমানে সে আত্মহত্যা করে।’
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

স্বামী ও শিশুসন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন তিনি। প্রেমিককে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। কিন্তু শিশুসন্তানের জন্য মন পুড়ছিল ওই নারীর। তাই আবার আগের স্বামীর কাছে ফিরতে চাইলেন। এ নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ দেখা দেয়। বিয়ের ১০ দিনের মাথায় দ্বিতীয় স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বাড়ি থেকে। আজ শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই নারীর বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। আগের স্বামীর বাড়ি শরীয়তপুর জেলায়। ওই নারীর দুই স্বামী একে অপরের বন্ধু। তাঁরা একসঙ্গে গাজীপুরে গার্মেন্টসে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধুর প্রথম স্বামীর স্ত্রীর সঙ্গে একসময় সম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় স্বামীর। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করে চাকরি ছেড়ে পলাশবাড়ীতে এসে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের সপ্তাহ না পেরোতেই ওই নারী তাঁর আগের সংসারে ফিরে যেতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজ ভোরে স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ ব্যাপারে ওই নারী বলেন, ‘প্রেম করে আমাদের বিয়ে হলেও আগের সংসারে আমার সন্তান রয়েছে। সে কারণে এখানে মন বসছিল না। তাই সেখানে ফিরে যেতে চাইলে ওর সঙ্গে আমার ঝগড়া হয়। একপর্যায়ে ওড়না দিয়ে ও গলায় ফাঁস দেয়। আমি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
ওই নারী আরও বলেন, ‘আমার স্বামীর সঙ্গে বন্ধুত্বের সুবাদে মাঝেমধ্যে ও (দ্বিতীয় স্বামী) আমাদের বাড়িতে আসত। ওর সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হতো। এতে তার প্রতি আমার অনেকটা দুর্বলতা তৈরি হয়। কিন্তু আমি কখনো আমার সংসার থেকে পৃথক হতে চাইনি। ও বারবার চাপ দিলে আমি কোলের সন্তান-সংসার ছাড়তে বাধ্য হই। পালিয়ে এসে ওকে বিয়ে করি। পরে আমি ফিরে যেতে চাইলে রাগ-অভিমানে সে আত্মহত্যা করে।’
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে