ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট গ্রামের প্রসূতি মা তানিয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুঞ্জকলি, গাইনি কনসালট্যান্ট ডা. মরিয়ম বেগম, অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডা. আলী নোমান, ডা. আইনুল হক, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. ইল্লিন বিনতী, অপারেশন থিয়েটার ইনচার্জ জয়া রায় প্রমুখ।
অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
জানা গেছে, ১৯৮০ সালে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হয়। আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি অপারেশন থিয়েটারসহ ২০০৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন ভবন স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের প্রচেষ্টায় ২০১০ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ রুমসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবল ও বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না ১২ বছর ধরে। সামান্য অপারেশনের জন্য যেতে হতো রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে।
প্রসূতির বাবা তোজাম্মেল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪২ বছর পর এই প্রথম আমার মেয়ের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। প্রসূতির ছেলেসন্তান প্রসবের মাধ্যমে অস্ত্রোপচারকক্ষ চালু করায় খুব খুশি।’
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় উপজেলার মানুষ উপকৃত হবে।
সাংসদ আফতাব বলেন, সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘদিন পল চালু হওয়ায় এই উপজেলার ৩ লক্ষাধিক মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। একই সঙ্গে বিনা মূল্যে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পাবে এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব-পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা দেওয়া হবে।
তিনি বলেন, আপাতত সপ্তাহের তিন দিন সিজারিয়ান অস্ত্রোপচার করা হবে। রোগীর চাহিদা বাড়লে নিয়মিত অপারেশন করা হবে। পর্যায়ক্রমে অপর অপারেশন থিয়েটারটিও চালু করা হবে।

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট গ্রামের প্রসূতি মা তানিয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুঞ্জকলি, গাইনি কনসালট্যান্ট ডা. মরিয়ম বেগম, অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডা. আলী নোমান, ডা. আইনুল হক, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. ইল্লিন বিনতী, অপারেশন থিয়েটার ইনচার্জ জয়া রায় প্রমুখ।
অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
জানা গেছে, ১৯৮০ সালে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হয়। আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি অপারেশন থিয়েটারসহ ২০০৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন ভবন স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের প্রচেষ্টায় ২০১০ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ রুমসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবল ও বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না ১২ বছর ধরে। সামান্য অপারেশনের জন্য যেতে হতো রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে।
প্রসূতির বাবা তোজাম্মেল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪২ বছর পর এই প্রথম আমার মেয়ের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। প্রসূতির ছেলেসন্তান প্রসবের মাধ্যমে অস্ত্রোপচারকক্ষ চালু করায় খুব খুশি।’
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় উপজেলার মানুষ উপকৃত হবে।
সাংসদ আফতাব বলেন, সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘদিন পল চালু হওয়ায় এই উপজেলার ৩ লক্ষাধিক মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। একই সঙ্গে বিনা মূল্যে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পাবে এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব-পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা দেওয়া হবে।
তিনি বলেন, আপাতত সপ্তাহের তিন দিন সিজারিয়ান অস্ত্রোপচার করা হবে। রোগীর চাহিদা বাড়লে নিয়মিত অপারেশন করা হবে। পর্যায়ক্রমে অপর অপারেশন থিয়েটারটিও চালু করা হবে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪০ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে