গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

‘আজক্যা যদি এই কারেন্টের তারগুলাত কভার দেওয়া থাকিল হয়, তাহলে কি আর আজক্যা মোর গোয়াল খালি হয়? আজক্যা এই পল্লী বিদ্যুৎ অফিসের কারণে মোর গোয়ালখালি হইল।’ এভাবেই গোয়াল ঘরের দরজায় বসে মাথায় হাত দিয়ে বিলাপ করছিলেন হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানী।
হরেন্দ্রনাথ (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দোন্দরা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের ছেলে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের ক্লাব মোড়ে হরেন্দ্রনাথের বাড়ির পেছনে গাছের ডাল ভেঙে পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের তার ছিঁড়ে যায়।
ছেঁড়া তারটি হরেন্দ্রনাথের গোয়াল ঘরের পেছনে পুকুরে পড়লে তাঁর বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি বিদ্যুতায়িত হয়। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু ও একটি ছাগল মারা যায়। আহত হন হরেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী ববিতা রানী। হরেন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কাশেম আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০-১২ জন ক্লাব মোড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ গরুর ডাক শুনে সবাই ছুটে আসি; কিন্তু গোয়ালঘর বিদ্যুৎতায়িত হওয়ায় আমরা গরুগুলোর কাছে যেতে পারিনি। গরুগুলো ঘরের ভেতরেই লাফালাফি করতেছিল আর গলা ফাটিয়ে ডাকতেছিল। এ সময় পল্লী বিদ্যুতের অফিসে ফোন দিলেও তারা ফোন ধরেনি। কয়েকজন বাধ্য হয়ে অফিসে গিয়ে কথা বলে লাইন বন্ধ করা হয়। পরে গরুর ঘর খুলে দেখি পাঁচটি গরু ও একটি ছাগল মরে আছে।’
হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানি আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে বারবার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে গাছের ডাল কাটার জন্য বলা হয়েছে। এমনকি কভারওয়ালা তার দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা হামার কোনো কথায় শোনে নাই। কাল যখন ৭টার সময় তার ছিঁড়ে যায়, তখন তাদের নম্বরে হাজারবার ফোন করেও পাওয়া যায়নি। যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যেত তাহলে আজক্যা মোর গরুগুলা মরিগ্যাইল না হয়।’
এ সময় ববিতা রানি দাবি করে বলেন, পল্লি বিদ্যুতের কারণে তার ৩ লাখ টাকার গরু-ছাগল মারা গেছে।
হরেন্দ্রনাথের ছেলে সাধন রায় বলেন, ‘আমি যে কতবার তাদের নম্বরে কল দিছি তাঁর শেষ নাই। তাদের ফোন বন্ধ ছাড়া খোলা পাই নাই। ৯৯৯ নম্বরে কল করেও কোনো সাড়া পাই নাই। পরে বাধ্য হয়ে সাড়ে ৭টার দিকে তাদের পাগলাপীর অফিসে গিয়ে অভিযোগ দেই। তারপর তারা লাইন বন্ধ করে দেয়। এরপর রাত ১টার দিকে আমাদের এখানে আসে।’
অভিযোগের বিষয়ে পাগলাপীর জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) মোবাইল ফোনে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে এসব গরু-ছাগলের মৃত্যু পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে নয়। কারণ গোয়ালঘর থেকে অনেক দূরে তারটি ছিঁড়ে পড়েছিল। আমরা ধারণা করছি, এসব গরু-ছাগলের মৃত্যু বজ্রপাতের কারণে হয়েছে।’

‘আজক্যা যদি এই কারেন্টের তারগুলাত কভার দেওয়া থাকিল হয়, তাহলে কি আর আজক্যা মোর গোয়াল খালি হয়? আজক্যা এই পল্লী বিদ্যুৎ অফিসের কারণে মোর গোয়ালখালি হইল।’ এভাবেই গোয়াল ঘরের দরজায় বসে মাথায় হাত দিয়ে বিলাপ করছিলেন হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানী।
হরেন্দ্রনাথ (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দোন্দরা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের ছেলে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের ক্লাব মোড়ে হরেন্দ্রনাথের বাড়ির পেছনে গাছের ডাল ভেঙে পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের তার ছিঁড়ে যায়।
ছেঁড়া তারটি হরেন্দ্রনাথের গোয়াল ঘরের পেছনে পুকুরে পড়লে তাঁর বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি বিদ্যুতায়িত হয়। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু ও একটি ছাগল মারা যায়। আহত হন হরেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী ববিতা রানী। হরেন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কাশেম আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০-১২ জন ক্লাব মোড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ গরুর ডাক শুনে সবাই ছুটে আসি; কিন্তু গোয়ালঘর বিদ্যুৎতায়িত হওয়ায় আমরা গরুগুলোর কাছে যেতে পারিনি। গরুগুলো ঘরের ভেতরেই লাফালাফি করতেছিল আর গলা ফাটিয়ে ডাকতেছিল। এ সময় পল্লী বিদ্যুতের অফিসে ফোন দিলেও তারা ফোন ধরেনি। কয়েকজন বাধ্য হয়ে অফিসে গিয়ে কথা বলে লাইন বন্ধ করা হয়। পরে গরুর ঘর খুলে দেখি পাঁচটি গরু ও একটি ছাগল মরে আছে।’
হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানি আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে বারবার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে গাছের ডাল কাটার জন্য বলা হয়েছে। এমনকি কভারওয়ালা তার দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা হামার কোনো কথায় শোনে নাই। কাল যখন ৭টার সময় তার ছিঁড়ে যায়, তখন তাদের নম্বরে হাজারবার ফোন করেও পাওয়া যায়নি। যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যেত তাহলে আজক্যা মোর গরুগুলা মরিগ্যাইল না হয়।’
এ সময় ববিতা রানি দাবি করে বলেন, পল্লি বিদ্যুতের কারণে তার ৩ লাখ টাকার গরু-ছাগল মারা গেছে।
হরেন্দ্রনাথের ছেলে সাধন রায় বলেন, ‘আমি যে কতবার তাদের নম্বরে কল দিছি তাঁর শেষ নাই। তাদের ফোন বন্ধ ছাড়া খোলা পাই নাই। ৯৯৯ নম্বরে কল করেও কোনো সাড়া পাই নাই। পরে বাধ্য হয়ে সাড়ে ৭টার দিকে তাদের পাগলাপীর অফিসে গিয়ে অভিযোগ দেই। তারপর তারা লাইন বন্ধ করে দেয়। এরপর রাত ১টার দিকে আমাদের এখানে আসে।’
অভিযোগের বিষয়ে পাগলাপীর জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) মোবাইল ফোনে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে এসব গরু-ছাগলের মৃত্যু পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে নয়। কারণ গোয়ালঘর থেকে অনেক দূরে তারটি ছিঁড়ে পড়েছিল। আমরা ধারণা করছি, এসব গরু-ছাগলের মৃত্যু বজ্রপাতের কারণে হয়েছে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে