ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিলগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মরহুম শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)।
এর আগে বুধবার বিকেলে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন, হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও রাশেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, দুজন পুলিশ কর্মকর্তার মধ্যে আব্দুর রশিদ গুরুতর আহত হয়েছেন।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, তুচ্ছ ঘটনায় দিলগাঁওসহ আশপাশ এলাকার মানুষ একটুতে উত্তেজিত হয়। তবে যেন নিরপরাধ মানুষকে হয়রানি না হয় সে জন্য পুলিশে কাছে অনুরোধ জানাই।
হরিপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা করায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে ৬০-৭০ ব্যক্তি দলবদ্ধভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৭ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৯ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪১ মিনিট আগে