প্রতিনিধি

গাইবান্ধা: যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ি দারা গৃহবধূ লিপা বেগম নামে এক গৃহবধূর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি জানান নিহত গৃহবধূর অসহায় দরিদ্র পিতা রাজু মিয়া ও মা লাভলী বেগম।
এই হত্যাকে-কে ভিন্ন খাতে নেওয়ার জন্য সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এমনকি ম্যাজিস্ট্রেট আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই একটি অস্বাভাবিক মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট পুলিশ দাখিল করেছে বলে অভিযোগ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে থানায় হত্যা মামলা দায়ের করা সহ এই হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি ও অপমৃত্যু মামলা রেকর্ড করার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ি উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের দরিদ্র কৃষক রাজু মিয়ার মেয়ে লিপা বেগম (২০) এর সঙ্গে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের মোসলেমের ছেলে ইজিবাইক চালক হাসান আলীর তিন বছর আগে বিয়ে হয়। তাঁদের ৮ মাস বয়সের একটি পুত্র সন্তানও রয়েছে। এরপরও প্রায়ই যৌতুকের দাবিতে অহেতুক নানা দোষ এনে হাসান আলী ও তাঁর বাবা-মা লিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে গত রোববার (২৭ জুন) তাঁদেরকে মোবাইল ফোনে লিপার আত্মহত্যার খবর দেওয়া হয়।
পরে তাঁরা মেয়ের বাড়িতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। কিন্তু তাঁদের জামাই হাসার আলী ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ সময় লিপার শরীরের বিভিন্ন স্থানে তাঁরা জখমের চিহ্ন দেখতে পান।
এরপর সদর থানার এসআই ইসলাম মল্লিক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান এবং তাঁদেরকে থানায় ডাকেন। থানায় যাওয়ার পর এসআই ইসলাম মল্লিক তাঁদের ভয়ভীতি দেখিয়ে একটি মামলার কাগজে স্বাক্ষর গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পারিপার্শ্বিকতা না জেনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে পুলিশ হত্যাকাণ্ডকে আড়াল করতে মনগড়া একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

গাইবান্ধা: যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ি দারা গৃহবধূ লিপা বেগম নামে এক গৃহবধূর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি জানান নিহত গৃহবধূর অসহায় দরিদ্র পিতা রাজু মিয়া ও মা লাভলী বেগম।
এই হত্যাকে-কে ভিন্ন খাতে নেওয়ার জন্য সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এমনকি ম্যাজিস্ট্রেট আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই একটি অস্বাভাবিক মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট পুলিশ দাখিল করেছে বলে অভিযোগ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে থানায় হত্যা মামলা দায়ের করা সহ এই হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি ও অপমৃত্যু মামলা রেকর্ড করার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ি উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের দরিদ্র কৃষক রাজু মিয়ার মেয়ে লিপা বেগম (২০) এর সঙ্গে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের মোসলেমের ছেলে ইজিবাইক চালক হাসান আলীর তিন বছর আগে বিয়ে হয়। তাঁদের ৮ মাস বয়সের একটি পুত্র সন্তানও রয়েছে। এরপরও প্রায়ই যৌতুকের দাবিতে অহেতুক নানা দোষ এনে হাসান আলী ও তাঁর বাবা-মা লিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে গত রোববার (২৭ জুন) তাঁদেরকে মোবাইল ফোনে লিপার আত্মহত্যার খবর দেওয়া হয়।
পরে তাঁরা মেয়ের বাড়িতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। কিন্তু তাঁদের জামাই হাসার আলী ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ সময় লিপার শরীরের বিভিন্ন স্থানে তাঁরা জখমের চিহ্ন দেখতে পান।
এরপর সদর থানার এসআই ইসলাম মল্লিক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান এবং তাঁদেরকে থানায় ডাকেন। থানায় যাওয়ার পর এসআই ইসলাম মল্লিক তাঁদের ভয়ভীতি দেখিয়ে একটি মামলার কাগজে স্বাক্ষর গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পারিপার্শ্বিকতা না জেনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে পুলিশ হত্যাকাণ্ডকে আড়াল করতে মনগড়া একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে