উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গার্মেন্টস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এরপর উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক, থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান। পরে ইউএনও মো. উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে দেন।
আন্দোলনরত কারখানার অপারেটর ফরিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া পড়েছে। আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোনো মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবৎ হলো বেতন পাই না। আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে! আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।’
কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন বলেন, ‘আমরা বেতন না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই।’
এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত তাঁদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গার্মেন্টস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এরপর উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক, থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান। পরে ইউএনও মো. উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে দেন।
আন্দোলনরত কারখানার অপারেটর ফরিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া পড়েছে। আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোনো মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবৎ হলো বেতন পাই না। আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে! আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।’
কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন বলেন, ‘আমরা বেতন না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই।’
এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত তাঁদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে