ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সাড়ে তিন বছরের সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নেভালে পুড়ে যাওয়া খাটের পাশ থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ শিশু প্রণয়ের লাশ।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শিশু প্রণয় বাঁচার জন্য চেষ্টা করেছিল।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্রণয় মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলে দিপু চন্দ্রের স্ত্রীর তাঁর সন্তান প্রণয়কে ঘরে ঘুম পাড়িয়ে রান্নার খড়ি জোগাতে বাইরে বের হন। এ সময় দিপু চন্দ্র রায়ও ঘরের বাইরে কাজে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁদের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে শিশুটির মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, টিনের ছাউনির আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসলেও বিদ্যুতায়িত হওয়ার ভয়ে তারা প্রথমে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুর মা ঘটনাস্থলে আসলে তারা শিশুর বিষয়ে জানতে পেরে আগুন নেভাতে সবাই একযোগে কাজ করেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। পরে তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে তাৎক্ষণিক শুকনা খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে সাড়ে তিন বছরের সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নেভালে পুড়ে যাওয়া খাটের পাশ থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ শিশু প্রণয়ের লাশ।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শিশু প্রণয় বাঁচার জন্য চেষ্টা করেছিল।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্রণয় মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলে দিপু চন্দ্রের স্ত্রীর তাঁর সন্তান প্রণয়কে ঘরে ঘুম পাড়িয়ে রান্নার খড়ি জোগাতে বাইরে বের হন। এ সময় দিপু চন্দ্র রায়ও ঘরের বাইরে কাজে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁদের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে শিশুটির মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, টিনের ছাউনির আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসলেও বিদ্যুতায়িত হওয়ার ভয়ে তারা প্রথমে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুর মা ঘটনাস্থলে আসলে তারা শিশুর বিষয়ে জানতে পেরে আগুন নেভাতে সবাই একযোগে কাজ করেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। পরে তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে তাৎক্ষণিক শুকনা খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে