
লালমনিরহাটের কালীগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে সুমন মিয়া নামের এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন নামের এক আসামি। ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সুমন মিয়া বলেন, ‘এ ঘটনায় মাদক কারবারি শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
থানায় করা অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকেন। একপর্যায়ে মিলন কামড়ে কান ছিঁড়ে ফেলাসহ তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন সুমন দাবি করেন, ‘জামিনে বেরিয়ে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরই জেরে রোববার আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনো রকমে বেঁচে গেছি। ঘটনার দিন রাতেই ওসির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন থানায় এসেছিল। তাকে এজাহার দিতে বলেছি।’
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মিলন ও তাঁর লোকজন গত ২৫ জুলাই রাতে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে সুমনের ওপর অকথ্য নির্যাতন চালায়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মিলনসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে রাজধানী ঢাকা থেকে র্যাবের হাতে ওই চারজন গ্রেপ্তার হন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তাঁরা জামিনে বের হয়ে আসেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে