
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন এবং একই আসনের বর্তমান এমপি বিপ্লব হাসান পলাশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মুখোমুখি অবস্থানে রৌমারী উপজেলায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে আজ শনিবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বর্তমান এমপি বিপ্লব হাসান পলাশ পেছন থেকে ‘কলকাঠি নেড়ে’ সাবেক এমপির বিরুদ্ধে ‘অপপ্রচার’ করছেন দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এমন খবরে এমপি পলাশের সমর্থক দলীয় নেতা-কর্মীরা একই সময়ে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। শুরু হয় উত্তেজনা।
আজ সকাল থেকে জাকিরের সমর্থকেরা উপজেলা শহরের টিঅ্যান্ডটি মোড়সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এবং পলাশের সমর্থকেরা উপজেলা পরিষদসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অবস্থান নেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং একই সময়ে ভিন্ন কর্মসূচিতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানকে অতিরিক্ত পুলিশসহ মাঠে তৎপর হতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান এমপি বিপ্লব হাসান পলাশ ঢাকায় অবস্থান করলেও তার সমর্থকেরা মাঠ দখলে রাখার জন্য তৎপর রয়েছে। আর সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন নিজ সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেন।
ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘দুই পক্ষের অবস্থানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
ইউএনও নাহিদ হাসান খান বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য বলেছি। কেউ যেন মুখোমুখি না হয় সে জন্য বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’
গত বৃহস্পতিবার সাবেক এমপি জাকিরের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের একাংশ। সাবেক প্রতিমন্ত্রীর অভিযোগ সংবাদ সম্মেলনকারীরা ‘দলছুট নেতা’। বর্তমান এমপি পেছন থেকে ‘কলকাঠি নেড়ে’ এসব অপপ্রচার করাচ্ছেন।
এ বিষয়ে জানার জন্য বর্তমান এমপি বিপ্লব হাসান পলাশের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে