লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেট। তবে সেখানে তাঁদের অবরুদ্ধ করা হয়। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ইটভাটা এমজেএ ব্রিকস-২-এ ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান এবং জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম।
স্থানীয় সূত্র বলেছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল কালীগঞ্জে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে দ্বিতীয় অভিযানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২-এ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম তানভীর সাবুসহ লোকজন অকথ্য ভাষায় ভ্রাম্যমাণ আদালতকে গালিগালাজ করেন।
একপর্যায়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জের ইউএনও সিফাত আনোয়ার তুমপা আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। এমজেএ ব্রিকস নামের ইটভাটার বৈধ কাগজপত্র থাকলেও এমজেএ ব্রিকস-২-এর শুরু থেকে কোনো বৈধ কাগজপত্র নেই। সেখানে অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এমজেএ ব্রিকস-২-এর মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেট। তবে সেখানে তাঁদের অবরুদ্ধ করা হয়। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ইটভাটা এমজেএ ব্রিকস-২-এ ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান এবং জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম।
স্থানীয় সূত্র বলেছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল কালীগঞ্জে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে দ্বিতীয় অভিযানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২-এ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম তানভীর সাবুসহ লোকজন অকথ্য ভাষায় ভ্রাম্যমাণ আদালতকে গালিগালাজ করেন।
একপর্যায়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জের ইউএনও সিফাত আনোয়ার তুমপা আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। এমজেএ ব্রিকস নামের ইটভাটার বৈধ কাগজপত্র থাকলেও এমজেএ ব্রিকস-২-এর শুরু থেকে কোনো বৈধ কাগজপত্র নেই। সেখানে অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এমজেএ ব্রিকস-২-এর মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে
২৪ মিনিট আগেদলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
৪৩ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনায় এবার খাদ্যবান্ধব কমর্সূচির ডিলার নিয়োগের জন্য এলআর বাবদ ১ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া’ নামের আইডি থেকে কল রেকর্ডটি ছাড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে