ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো। চুন ছাড়া পান যেমন মজা লাগে না। নির্বাচনের বিষয়টি একই রকম।’
রাশেদা সুলতানা বলেন, নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা ও সৌন্দর্য নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন।
আজ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এই জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টি একই রকম।’
রাশেদা সুলতানা বলেন, ‘জনগণের প্রত্যাশামতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা চেয়ারে আসার পরে বিভিন্ন পর্যায়ে ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।’
রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো। চুন ছাড়া পান যেমন মজা লাগে না। নির্বাচনের বিষয়টি একই রকম।’
রাশেদা সুলতানা বলেন, নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা ও সৌন্দর্য নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন।
আজ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এই জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টি একই রকম।’
রাশেদা সুলতানা বলেন, ‘জনগণের প্রত্যাশামতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা চেয়ারে আসার পরে বিভিন্ন পর্যায়ে ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।’
রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে