গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণমাধ্যম কর্মীদের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় ইউএনওর আমন্ত্রণে সাংবাদিকেরাও অংশ নেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া বাকিদের বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকেরা ওই সভা ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিকেরা ওই দিন রাতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জরুরি সভা করে উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।
সভায় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান সাংবাদিক নেতারা।
এদিকে এ ঘটনায় এক বার্তায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. শাহজাহান মিঞা। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক, এমএ মাসুদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, শহিদার রহমান জাহাঙ্গীর, জুয়েল রানা, শাহজান মিয়া, ওমর ফারুক, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে