রংপুর প্রতিনিধি

আওয়ামী লীগকে ভালোবাসেন, তাই যেখানেই সম্মেলন হয় সেখানেই ছুটে যান শরীয়তপুরের মোহাম্মদ আলী (৪২)। এবার আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে রংপুরে গেছেন তিনি।
আজ শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে মোহাম্মদ আলীকে ঘুরতে দেখা যায়।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন না কেন, সেখানেই ছুটে যাই। সমাবেশ বা সম্মেলনস্থলে মাথায় নৌকা আর হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের জন্য সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেই। এ জন্য আমি কারও কাছ থেকে কোনো প্রতিদান চাই না।’
মোহাম্মদ আলী জানান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে শরীয়তপুরে থাকেন। তাঁদের জীবন-জীবিকা কৃষিকাজের ওপর নির্ভরশীল। তিনি ১৫ বছর ধরে ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকছেন।
দীর্ঘ ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জিলা স্কুল মাঠে আজ সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মাঠে দলীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

আওয়ামী লীগকে ভালোবাসেন, তাই যেখানেই সম্মেলন হয় সেখানেই ছুটে যান শরীয়তপুরের মোহাম্মদ আলী (৪২)। এবার আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে রংপুরে গেছেন তিনি।
আজ শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাথায় নৌকা, হাতে প্ল্যাকার্ড নিয়ে মোহাম্মদ আলীকে ঘুরতে দেখা যায়।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন না কেন, সেখানেই ছুটে যাই। সমাবেশ বা সম্মেলনস্থলে মাথায় নৌকা আর হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের জন্য সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেই। এ জন্য আমি কারও কাছ থেকে কোনো প্রতিদান চাই না।’
মোহাম্মদ আলী জানান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে শরীয়তপুরে থাকেন। তাঁদের জীবন-জীবিকা কৃষিকাজের ওপর নির্ভরশীল। তিনি ১৫ বছর ধরে ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকছেন।
দীর্ঘ ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জিলা স্কুল মাঠে আজ সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মাঠে দলীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩২ মিনিট আগে