রংপুর প্রতিনিধি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে আজ সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে এ প্রতিবাদের আয়োজন করা হয়।
এ বিষয়ে বেরোবির শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলব, অবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়ন বন্ধে বিশেষ সেল গঠন করতে হবে।’ আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি একটাই, অপকর্মের সঙ্গে যেসব শিক্ষক জড়িত, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এর আগে ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবন এবং ওই বিভাগের এক ছাত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওইটা নিয়ে কাজ চলছে। দু-এক দিনের মধ্যে আপনারা সব জানতে পারবেন।’ এটুকু বলে তিনি কল কেটে দেন।
এ ছাড়াও ১৯ এপ্রিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ ওঠে। তাঁর সঙ্গে মেসেঞ্জারে এক ছাত্রীর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষক রশীদুল ইসলাম তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রশীদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ‘পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে। এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি।’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে আজ সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে এ প্রতিবাদের আয়োজন করা হয়।
এ বিষয়ে বেরোবির শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলব, অবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়ন বন্ধে বিশেষ সেল গঠন করতে হবে।’ আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি একটাই, অপকর্মের সঙ্গে যেসব শিক্ষক জড়িত, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এর আগে ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবন এবং ওই বিভাগের এক ছাত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওইটা নিয়ে কাজ চলছে। দু-এক দিনের মধ্যে আপনারা সব জানতে পারবেন।’ এটুকু বলে তিনি কল কেটে দেন।
এ ছাড়াও ১৯ এপ্রিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ ওঠে। তাঁর সঙ্গে মেসেঞ্জারে এক ছাত্রীর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষক রশীদুল ইসলাম তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রশীদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ‘পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে। এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি।’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে