
দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। তাঁরা রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৯ পুরুষ।
তিনি আরও বলেন, ‘আটককৃতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দারিদ্র্য সেবাপ্রার্থীদের নানাভাবে প্রতারণা করছিলেন। কিছুসংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকাপয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনি ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবাপ্রার্থীদের ঢোকার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানহানি করে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ, টাউট বা দালাল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ দোকানের দালালসহ মোট ২১ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে