দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। তাঁরা রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৯ পুরুষ।
তিনি আরও বলেন, ‘আটককৃতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দারিদ্র্য সেবাপ্রার্থীদের নানাভাবে প্রতারণা করছিলেন। কিছুসংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকাপয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনি ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবাপ্রার্থীদের ঢোকার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানহানি করে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ, টাউট বা দালাল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ দোকানের দালালসহ মোট ২১ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। তাঁরা রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৯ পুরুষ।
তিনি আরও বলেন, ‘আটককৃতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দারিদ্র্য সেবাপ্রার্থীদের নানাভাবে প্রতারণা করছিলেন। কিছুসংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকাপয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনি ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবাপ্রার্থীদের ঢোকার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানহানি করে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ, টাউট বা দালাল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ দোকানের দালালসহ মোট ২১ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩২ মিনিট আগে