সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ফসলের জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে দেশি প্রজাতির ৬৫টি হাঁস মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কৃষক বাবু আলীর বিরুদ্ধে হাঁসের মালিক নূর ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী নূর ইসলাম জানান, প্রতিদিনের মতো খামারের হাঁস ছেড়ে দেন তিনি। হাঁসগুলো ওই জমিতে গিয়ে ধান খায়, এতে এক এক করে ৬৫টি হাঁস মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কাউকে কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক বাবু আলী।
নূর ইসলাম বলেন, ‘স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওই হাঁসের খামার করেছি। ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন আমি কীভাবে ঋণের টাকা পরিশোধ করব। হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।’
পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। তাঁকে আইনের আওতায় আনতে হবে। সংগঠন আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযুক্ত কৃষক বাবু আলী বলেন, ‘আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানা ছিল না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করব না। কোনো ক্ষতিপূরণ দেব না।’
খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখব। এরপর সালিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে ফসলের জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে দেশি প্রজাতির ৬৫টি হাঁস মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কৃষক বাবু আলীর বিরুদ্ধে হাঁসের মালিক নূর ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী নূর ইসলাম জানান, প্রতিদিনের মতো খামারের হাঁস ছেড়ে দেন তিনি। হাঁসগুলো ওই জমিতে গিয়ে ধান খায়, এতে এক এক করে ৬৫টি হাঁস মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কাউকে কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক বাবু আলী।
নূর ইসলাম বলেন, ‘স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওই হাঁসের খামার করেছি। ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন আমি কীভাবে ঋণের টাকা পরিশোধ করব। হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।’
পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। তাঁকে আইনের আওতায় আনতে হবে। সংগঠন আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযুক্ত কৃষক বাবু আলী বলেন, ‘আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানা ছিল না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করব না। কোনো ক্ষতিপূরণ দেব না।’
খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখব। এরপর সালিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে