Ajker Patrika

জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে ৬৫ হাঁসের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে ৬৫ হাঁসের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ফসলের জমিতে ছিটানো ‘কীটনাশক’ খেয়ে দেশি প্রজাতির ৬৫টি হাঁস মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কৃষক বাবু আলীর বিরুদ্ধে হাঁসের মালিক নূর ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নূর ইসলাম জানান, প্রতিদিনের মতো খামারের হাঁস ছেড়ে দেন তিনি। হাঁসগুলো ওই জমিতে গিয়ে ধান খায়, এতে এক এক করে ৬৫টি হাঁস মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কাউকে কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক বাবু আলী।

নূর ইসলাম বলেন, ‘স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওই হাঁসের খামার করেছি। ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন আমি কীভাবে ঋণের টাকা পরিশোধ করব। হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।’

পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। তাঁকে আইনের আওতায় আনতে হবে। সংগঠন আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অভিযুক্ত কৃষক বাবু আলী বলেন, ‘আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানা ছিল না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করব না। কোনো ক্ষতিপূরণ দেব না।’

খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখব। এরপর সালিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত