বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’
তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’

শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’
তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে