
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে