ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ও লালপুর (নাটোর) প্রতিনিধি

দেশের দুই উপজেলার দুটি সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এরমধ্যে একটি কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। আরেকটিতে ঢালাই দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফাটল দেখা দিয়েছে। সড়ক দুটির একটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। আরেকটি নাটোরের লালপুরে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে। শেষ হওয়ার কথা চলতি বছরের ৩০ জুন। এর মধ্যে গত রোববার থেকেই উপজেলার কালাচান মোড় এলাকায় কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত বছর ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে সড়কটি পাকা করার কাজ শুরু হয়। আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক পাকা করার কাজ পায়। বেলাল নামের স্থানীয় এক ব্যক্তি সড়ক পাকা করার কাজ বাস্তবায়ন করছেন।
ছমির উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সড়ক পাকা করার কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
শহীদ আলী নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কটি পাকা করার ৩ দিন পর সড়কে ফাটল দেখা দিয়েছে। পিচ উঠে যাচ্ছে।
ঠিকাদার বেলাল হোসেন বলেন, সড়ক পাকা করার কাজে অনিয়মের সুযোগ নেই। এলজিইডি অফিস সার্বক্ষণিক কাজ মনিটরিং করে। সড়ক পাকা করার পর তা জমাট বাঁধার আগেই যানবাহন চলাচল করায় ফাটল ও কার্পেটিং উঠে গেছে। যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো সমাধান করা হচ্ছে।
এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। কনসালট্যান্টসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ দিকে লালপুরের গোপালপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের ২৪ ঘণ্টা না যেতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।
গোপালপুর পৌরসভা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে পৌরসভার রাজাপুর রোডের আখেরের আমবাগান থেকে বিজয়পুর রাফির বাড়ি পর্যন্ত ৫৯৫ মিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ হামিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে। পরে তার থেকে কাজটি কিনে নেন সাব ঠিকাদার নজরুল ইসলাম।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢালাইয়ের পরদিনই রাস্তা ফেটে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ‘যেসব জায়গায় রাস্তায় ফাটল ধরেছে, সেগুলো আমরা ঠিক করে দেব। আর ভেকু দিয়ে ট্রাকে পাথর ওঠানোর সময় পাথরে বেশি পরিমাণে মাটি চলে আসছে। সেগুলো পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা হচ্ছে।’
গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম অনিয়মের কথা স্বীকার করেছেন।

দেশের দুই উপজেলার দুটি সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এরমধ্যে একটি কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। আরেকটিতে ঢালাই দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফাটল দেখা দিয়েছে। সড়ক দুটির একটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। আরেকটি নাটোরের লালপুরে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে। শেষ হওয়ার কথা চলতি বছরের ৩০ জুন। এর মধ্যে গত রোববার থেকেই উপজেলার কালাচান মোড় এলাকায় কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত বছর ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে সড়কটি পাকা করার কাজ শুরু হয়। আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক পাকা করার কাজ পায়। বেলাল নামের স্থানীয় এক ব্যক্তি সড়ক পাকা করার কাজ বাস্তবায়ন করছেন।
ছমির উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সড়ক পাকা করার কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
শহীদ আলী নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কটি পাকা করার ৩ দিন পর সড়কে ফাটল দেখা দিয়েছে। পিচ উঠে যাচ্ছে।
ঠিকাদার বেলাল হোসেন বলেন, সড়ক পাকা করার কাজে অনিয়মের সুযোগ নেই। এলজিইডি অফিস সার্বক্ষণিক কাজ মনিটরিং করে। সড়ক পাকা করার পর তা জমাট বাঁধার আগেই যানবাহন চলাচল করায় ফাটল ও কার্পেটিং উঠে গেছে। যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো সমাধান করা হচ্ছে।
এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। কনসালট্যান্টসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ দিকে লালপুরের গোপালপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের ২৪ ঘণ্টা না যেতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।
গোপালপুর পৌরসভা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে পৌরসভার রাজাপুর রোডের আখেরের আমবাগান থেকে বিজয়পুর রাফির বাড়ি পর্যন্ত ৫৯৫ মিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ হামিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে। পরে তার থেকে কাজটি কিনে নেন সাব ঠিকাদার নজরুল ইসলাম।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢালাইয়ের পরদিনই রাস্তা ফেটে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ‘যেসব জায়গায় রাস্তায় ফাটল ধরেছে, সেগুলো আমরা ঠিক করে দেব। আর ভেকু দিয়ে ট্রাকে পাথর ওঠানোর সময় পাথরে বেশি পরিমাণে মাটি চলে আসছে। সেগুলো পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা হচ্ছে।’
গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম অনিয়মের কথা স্বীকার করেছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে