নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. মোকবুল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ সুপারের (পিবিআই) দায়িত্ব পালন করছেন।
মোকবুল হোসেন ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন। এরপর এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ), ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ, ২০০৯ সালে রাঙামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন।
২০১৩ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট, ২০১৩-১৪ সালে র্যাব, ২০১৪-১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোস্ট), ২০১৫-১৬ সালে র্যাব, ২০১৬ সালে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে পুলিশ সুপার হিসেবে দিনাজপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দায়িত্ব পান তিনি।
এসপি মো. মোকবুল হোসেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মা মোছা. আমেনা বেওয়া। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।

নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. মোকবুল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ সুপারের (পিবিআই) দায়িত্ব পালন করছেন।
মোকবুল হোসেন ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন। এরপর এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ), ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ, ২০০৯ সালে রাঙামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন।
২০১৩ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট, ২০১৩-১৪ সালে র্যাব, ২০১৪-১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোস্ট), ২০১৫-১৬ সালে র্যাব, ২০১৬ সালে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে পুলিশ সুপার হিসেবে দিনাজপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দায়িত্ব পান তিনি।
এসপি মো. মোকবুল হোসেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মা মোছা. আমেনা বেওয়া। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে