Ajker Patrika

জেলা কমিটির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী বিএনপির হরতাল, আধা বেলা পর প্রত্যাহার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল। ছবি: আজকের পত্রিকা
বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিতকে কেন্দ্র করে ডাকা হরতাল আধা বেলা পালনের পর দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোর থেকে চলা হরতাল দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়। উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

আজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে পথচারীরা।

নিজেদের মধ্যে কোন্দলকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির ডাকা হরতালে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় আন্তপরিবহন মিনিবাস, থ্রি-হুইলার (পাগলু), ইজিবাইক চলাচল বন্ধ ছিল।

ছেলেকে নিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন আমজানখোর ইউনিয়নের সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী। রাস্তা বন্ধ থাকায় অসুস্থ ছেলেকে নিয়ে ফেরত গেছেন বালিয়াডাঙ্গী হাসপাতালে। ফিরে যাওয়ার সময় সাইফুল ইসলাম বলেন, ‘নিজেদের মধ্যে কোন্দল, হরতাল ডেকে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। আমরা হরতাল-অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানিতে ফেলবে এমন রাজনীতি চাই না।’

ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ভানোর ইউনিয়নের রকিবুল ইসলাম। তিনি বলেন, কালমেঘ বাজার থেকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা প্রায় তিন কিলোমিটার হেঁটে আসতে হলো। হরতালের যাত্রী নামিয়ে দিয়ে ফিরে গেছে নৈশকোচ।

স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, সকালে স্কুলবাসে শিক্ষার্থীরা আসতে পারেনি। বাইপাস সড়ক দিয়ে কোনোমতে নিয়ে আসতে হয়েছে। শিক্ষার্থীরা অনেকেই ভয় পেয়েছে। হঠাৎ হরতালের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁকে।

হরতালের কারণ হিসেবে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বলেন, আজ শনিবার সকালে কালমেঘ আর আলী অ্যান্ড কলেজে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ঘোষিত তফসিল অনুযায়ী দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনের জন্য ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচনের কথা ছিল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি। জেলা যুগ্ম সম্পাদক পয়গাম আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি উপজেলায় পৌঁছালে ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে রাতেই বালিয়াডাঙ্গী চৌরাস্তায় প্রতিবাদ মিছিল করেন দলের নেতা-কর্মীরা। রাতের মিছিলে আজ ভোর থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয় ইউনিয়ন বিএনপির সংক্ষুব্ধ প্রার্থীরা।

বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল। ছবি: আজকের পত্রিকা
বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল। ছবি: আজকের পত্রিকা

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমান বলেন, ‘সম্মেলন স্থগিত করার ঘোষণা আসার পর প্রার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। গতকাল শুক্রবার রাতে বিক্ষোভ মিছিলের পর হরতালের ডাক দেওয়া হয়। আমরা চেষ্টা করেছি আটকানোর। কিন্তু বিক্ষুব্ধ প্রার্থীরা মানেননি। একাধিকবার সম্মেলন স্থগিত হওয়ায় এমনটা হয়েছে।’

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, সম্মেলনকে ঘিরে প্রায় এক মাস ধরে প্রচারণা, পোস্টার ছাপানো, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শেষ করেছে প্রার্থীরা। আজ ভোটগ্রহণ হলেই জাঁকজমকভাবে সম্মেলনের আয়োজন হতো। সকালবেলা ভোটগ্রহণ, আগের রাতে স্থগিত এটা কেউ মানতে পারেনি। তা ছাড়া উপজেলা বিএনপির সঙ্গেও সমন্বয় করেননি জেলা বিএনপির নেতারা।

গত ২২ জানুয়ারি দুওসুওসহ চারটি ইউনিয়নে সম্মেলনের তফসিল ঘোষণা করেছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন। তিনি শনিবার দুপুরে বলেন, হরতালের বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নজরে এসেছে। তিনি হরতাল কর্মসূচি প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছেন। মহাসচিবের নির্দেশনা শোনার পর সবাই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত