
লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক যুবকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুস সালামকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তাঁকে চাকরি দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ে তারিখ দিয়ে নানা অজুহাত দিয়ে আসছেন। এ জন্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
আব্দুস সালাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, ‘আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে