হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক যুবকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুস সালামকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তাঁকে চাকরি দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ে তারিখ দিয়ে নানা অজুহাত দিয়ে আসছেন। এ জন্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
আব্দুস সালাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, ‘আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক যুবকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুস সালামকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তাঁকে চাকরি দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ে তারিখ দিয়ে নানা অজুহাত দিয়ে আসছেন। এ জন্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
আব্দুস সালাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, ‘আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩২ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৫ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে