রংপুর প্রতিনিধি

রংপুর অঞ্চলের ১৫০ অভিযোগের মধ্যে বাছাই করা ৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় অভিযোগকারী এবং অভিযুক্তদের সামনাসামনি আনা হয়।
জানা যায়, শুনানিতে স্থানীয় ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। এ ছাড়া শিক্ষা কর্মকর্তা, পিবিআই, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ।
শুনানিতে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি এবং অগ্রিম ১০০ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক তপন রায়কে ভর্ৎসনা করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে তাঁর কাজ ৭ দিনের মধ্যে করিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন তিনি।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনার বলেন, আমরা চাই দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাগরিকেরা সচেতন হলেই দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষ তাঁদের দুঃখের কথা বলতে পারেন এবং তাঁদের কষ্ট থেকে মুক্তি পান।
গণশুনানির সময় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

রংপুর অঞ্চলের ১৫০ অভিযোগের মধ্যে বাছাই করা ৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় অভিযোগকারী এবং অভিযুক্তদের সামনাসামনি আনা হয়।
জানা যায়, শুনানিতে স্থানীয় ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। এ ছাড়া শিক্ষা কর্মকর্তা, পিবিআই, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ।
শুনানিতে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি এবং অগ্রিম ১০০ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক তপন রায়কে ভর্ৎসনা করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে তাঁর কাজ ৭ দিনের মধ্যে করিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন তিনি।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনার বলেন, আমরা চাই দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাগরিকেরা সচেতন হলেই দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষ তাঁদের দুঃখের কথা বলতে পারেন এবং তাঁদের কষ্ট থেকে মুক্তি পান।
গণশুনানির সময় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৪ মিনিট আগে