শিপুল ইসলাম ও আল মামুন জীবন পঞ্চগড় থেকে

অপরাধীদের কোনো ধর্ম নেই, তাদের পরিচয় অপরাধী। ধর্মকে ব্যবহার করে তারা জ্বালাও-পোড়াও করে অশান্তি সৃষ্টি করতে চায়। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন।
আজ রোববার দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এরা বিএনপির নাম ব্যবহার করে, এরা জামায়াতের আড়ালে তৌহিদী জনতা সেজেছে। এরা জনতার কথা ব্যবহার করে, পবিত্র ধর্ম ইসলাম ব্যবহার করে এসব অপরাধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এসব অপরাধীকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, শেখ হাসিনার সরকার এত দুর্বল নয়। জনগণের সরকার, শেখ হাসিনা সরকার। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের সাথে আছে, শান্তিপ্রিয় মানুষের সাথে আছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা সব সময় পাশে আছি, অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’
পঞ্চগড়বাসীর উদ্দেশে রেলপথমন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের সাধারণ মানুষ এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং সংঘবদ্ধ হয়ে এসব প্রতিহত করবেন। আমরা আপনাদের পাশে আছি।’
শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাৎ সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবন প্রমুখ।
উল্লেখ্য, আহম্মদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আয়োজন করা হয়। এ জলসা বন্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসক স্মারকলিপি দেন। এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।
এদিকে শনিবার দিবাগত রাত একটার পর থেকে পঞ্চগড় জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ৫টা পর্যন্ত শহরের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি।

অপরাধীদের কোনো ধর্ম নেই, তাদের পরিচয় অপরাধী। ধর্মকে ব্যবহার করে তারা জ্বালাও-পোড়াও করে অশান্তি সৃষ্টি করতে চায়। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন।
আজ রোববার দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এরা বিএনপির নাম ব্যবহার করে, এরা জামায়াতের আড়ালে তৌহিদী জনতা সেজেছে। এরা জনতার কথা ব্যবহার করে, পবিত্র ধর্ম ইসলাম ব্যবহার করে এসব অপরাধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এসব অপরাধীকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, শেখ হাসিনার সরকার এত দুর্বল নয়। জনগণের সরকার, শেখ হাসিনা সরকার। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের সাথে আছে, শান্তিপ্রিয় মানুষের সাথে আছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা সব সময় পাশে আছি, অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’
পঞ্চগড়বাসীর উদ্দেশে রেলপথমন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের সাধারণ মানুষ এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং সংঘবদ্ধ হয়ে এসব প্রতিহত করবেন। আমরা আপনাদের পাশে আছি।’
শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাৎ সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবন প্রমুখ।
উল্লেখ্য, আহম্মদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আয়োজন করা হয়। এ জলসা বন্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসক স্মারকলিপি দেন। এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।
এদিকে শনিবার দিবাগত রাত একটার পর থেকে পঞ্চগড় জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ৫টা পর্যন্ত শহরের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে