
কুড়িগ্রামের উলিপুরের নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রতন কুমার পালের মাথা ফেটে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ও রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এদিকে পুলিশের রাবার বুলেটে আহত ছয়জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন, আমজাদ আলী (৫৫), দুলু মিয়া (৪৫), মেহের আলী (৫০), মশিউর (৩২), আজিজুল হক (৬০) এবং শিপন (২২)।
হাসপাতালে ভর্তি আহতরা জানান, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সদস্য পদে পরাজিত দুই সদস্য প্রার্থী তালা প্রতীকের আব্দুর রশীদ এবং ফুটবল প্রতীকের হুমায়ুন কবির শুকুরের সমর্থকেরা এক জোট হয়ে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক জানান, রাবার বুলেটের আঘাতে আহত ছয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা সবাই গুলিবিদ্ধ। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আহত প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে