রংপুর প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির ওপর ভরসা রেখে অচেনা দেশ ঘুরতে বের হওয়া—এই যুগে যেন সেটিই সাধারণ ঘটনা। কিন্তু সেই প্রযুক্তির একটি ছোট ভুলে বিপদে পড়লেন ইরানের এক পর্যটক দম্পতি। গুগল ম্যাপের দেখানো পথ ধরে রংপুরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় প্রবেশ করে ছিনতাই ও মারধরের শিকার হন তাঁরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এমন ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাসদস্যরা সেখানে দ্রুত ছুটে গিয়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, ডলার, ঘড়িসহ ইরানি দম্পতিকে উদ্ধার করেন। তাঁদের মূল্যবান জিনিসপত্রসহ নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা-পুলিশ।
স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেট কার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় আজ সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ভুলবশত ঢুকে পড়েন। সেখানে তাঁরা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবরটি দ্রুত পৌঁছে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজন রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটক করে ছিনতাই মালামাল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক আজকের পত্রিকাকে রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে বলেন, ইরানি দম্পতিকে হামলা, ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ইকরচালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘এই ঘটনা শুধু প্রযুক্তির সীমাবদ্ধতাই নয়, বরং আমাদের মানবিকতা ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা কেমন হওয়া উচিত, সেটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিদেশিদের নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।’

আধুনিক প্রযুক্তির ওপর ভরসা রেখে অচেনা দেশ ঘুরতে বের হওয়া—এই যুগে যেন সেটিই সাধারণ ঘটনা। কিন্তু সেই প্রযুক্তির একটি ছোট ভুলে বিপদে পড়লেন ইরানের এক পর্যটক দম্পতি। গুগল ম্যাপের দেখানো পথ ধরে রংপুরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় প্রবেশ করে ছিনতাই ও মারধরের শিকার হন তাঁরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এমন ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাসদস্যরা সেখানে দ্রুত ছুটে গিয়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, ডলার, ঘড়িসহ ইরানি দম্পতিকে উদ্ধার করেন। তাঁদের মূল্যবান জিনিসপত্রসহ নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা-পুলিশ।
স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেট কার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় আজ সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ভুলবশত ঢুকে পড়েন। সেখানে তাঁরা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবরটি দ্রুত পৌঁছে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজন রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটক করে ছিনতাই মালামাল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক আজকের পত্রিকাকে রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে বলেন, ইরানি দম্পতিকে হামলা, ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ইকরচালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘এই ঘটনা শুধু প্রযুক্তির সীমাবদ্ধতাই নয়, বরং আমাদের মানবিকতা ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা কেমন হওয়া উচিত, সেটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিদেশিদের নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৩ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে