
গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।
তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘অরজিনা পারভিন ও নাছিমা বেগম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা বিগত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে তাঁরা কোনো পদে ছিলেন সেটা আমার এই মুহূর্তে জানা নেই।’
তবে এই বক্তব্য অস্বীকার করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, ‘আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে এবং এখনো একজন জনপ্রতিনিধি।’ এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১২ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগে