চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেসক্রিপশন (চিকিৎসার ব্যবস্থাপত্র) পরিবর্তন করতে যান এক রোগী। সেখানে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চিকিৎসক ও বিক্রয় প্রতিনিধি রোগীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করেন।
জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৬১) ডায়রিয়ার আক্রান্ত হয়ে গত ২৮ মার্চ তারিখে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ বিকেলে তিনি ব্যবস্থাপত্র নিয়ে মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসানের কাছে যান। সেখানে জাহাঙ্গীরের সঙ্গে ডা. হাসান ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আরিফের বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ডা. হাসান ও আরিফ কক্ষের দরজা বন্ধ করে রোগী জাহাঙ্গীরেকে মারধর করতে থাকলে তাঁর মাথা ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়। ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের ওই চিকিৎসককে ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়।
আহত রোগী জাহাঙ্গীর আলম বলেন, ‘‘তিন দিন ধরে হাসপাতালে ভর্তি, তবু ডায়ারিয়া আরোগ্য না হওয়ায় ওষুধ পরিবর্তনের জন্য ব্যবস্থাপত্র নিয়ে ডা. মাহমুদুল হাসানের কক্ষে যাই। সেখানে প্রবেশমাত্র গ্লোব ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আরিফ আমার হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে ছবি তোলেন।
ব্যবস্থাপত্র কেড়ে নেওয়ার কথা জানতে চাইলে ডা. হাসান বলেন, ‘‘প্রেসক্রিপশনের ছবি তুলেছে তো কি হয়েছে?’’ বিষয়টির প্রতিবাদ করলে ডা. হাসান ও আরিফ কক্ষের দরজা বন্ধ করে আমাকে কিলঘুষি মারে এবং দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেয়।’
ধস্তাধস্তিতে মাথা ফেটে যাওয়ার কথা স্বীকার করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, ‘রোগী কক্ষে আসলে আমার সঙ্গে বসে থাকাদের সঙ্গে বাগ্বিতণ্ডা বাঁধে। এ সময় বাইরে থেকে রোগীর অভিভাবক ক্ষিপ্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘আমি জরুরি মিটিংয়ে ছিলাম। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন বলেন, ‘হাসপাতালে বিবাদমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে বসে ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেসক্রিপশন (চিকিৎসার ব্যবস্থাপত্র) পরিবর্তন করতে যান এক রোগী। সেখানে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চিকিৎসক ও বিক্রয় প্রতিনিধি রোগীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করেন।
জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৬১) ডায়রিয়ার আক্রান্ত হয়ে গত ২৮ মার্চ তারিখে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ বিকেলে তিনি ব্যবস্থাপত্র নিয়ে মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসানের কাছে যান। সেখানে জাহাঙ্গীরের সঙ্গে ডা. হাসান ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আরিফের বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ডা. হাসান ও আরিফ কক্ষের দরজা বন্ধ করে রোগী জাহাঙ্গীরেকে মারধর করতে থাকলে তাঁর মাথা ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়। ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের ওই চিকিৎসককে ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়।
আহত রোগী জাহাঙ্গীর আলম বলেন, ‘‘তিন দিন ধরে হাসপাতালে ভর্তি, তবু ডায়ারিয়া আরোগ্য না হওয়ায় ওষুধ পরিবর্তনের জন্য ব্যবস্থাপত্র নিয়ে ডা. মাহমুদুল হাসানের কক্ষে যাই। সেখানে প্রবেশমাত্র গ্লোব ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আরিফ আমার হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে ছবি তোলেন।
ব্যবস্থাপত্র কেড়ে নেওয়ার কথা জানতে চাইলে ডা. হাসান বলেন, ‘‘প্রেসক্রিপশনের ছবি তুলেছে তো কি হয়েছে?’’ বিষয়টির প্রতিবাদ করলে ডা. হাসান ও আরিফ কক্ষের দরজা বন্ধ করে আমাকে কিলঘুষি মারে এবং দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেয়।’
ধস্তাধস্তিতে মাথা ফেটে যাওয়ার কথা স্বীকার করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, ‘রোগী কক্ষে আসলে আমার সঙ্গে বসে থাকাদের সঙ্গে বাগ্বিতণ্ডা বাঁধে। এ সময় বাইরে থেকে রোগীর অভিভাবক ক্ষিপ্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘আমি জরুরি মিটিংয়ে ছিলাম। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন বলেন, ‘হাসপাতালে বিবাদমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে বসে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২১ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে