
পঞ্চগড়ের বোদায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মংলু রামের জামাই বিনয় কুমার (৪৫)। সঙ্গে ছিলেন বোন, স্ত্রী, বাবা, শ্যালকসহ ছয় স্বজন। করতোয়া নদের মাঝ বরাবর নৌকা ডুবে গেলে জামাই কোনো রকম বেঁচে গেলেও বাকি সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
একসঙ্গে পাঁচ স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ ষাটোর্ধ্ব মংলু রাম। তাঁর বাড়ি বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের বটতলী গ্রামে। জামাইয়ের বাড়ি একই ইউনিয়নের তেপু ঘরিয়া গ্রামে।
কান্নাজড়িত কণ্ঠে মংলু বলেন, গত রোববার মহালয়ার দিন বদেশ্বরী মন্দিরে ভক্তি করতে পুণ্যার্থীদের সঙ্গে পারুল রানী (৩৫), জামাই বিনয় কুমার, বড় ছেলে হরি কিশোর (৪৫), তাঁর স্ত্রী কনিকা রানী (৩০), তাঁর বোন মনিকা রানী (২৭) এবং কনিকা ও মনিকার বাবা সরেন রায় (৫৫) নৌকায় ওঠেন। নৌকা ডুবে যাওয়ার পর জামাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরিবারের বড় সন্তান হরি কিশোর ট্রাক্টর দিয়ে হাল চাষা করে সংসারের খরচ বহন করতেন। মংলু বলেন, ‘এখন আমি বয়স্ক মানুষ, সংসার কীভাবে চলবে, কীভাবে বাকি জীবনটা পার করবো! কঠিন সমস্যায় পড়ে গেলাম। তবুও মায়ের কাছে প্রার্থনা করি, সকলেই যেন স্বর্গবাসী হয়।’
মংলুর ভাতিজা সুরেশ চন্দ্র রায় বলেন, ‘একসঙ্গে জামাই, মেয়ে, বড় ছেলেসহ ছয়জনকে হারানোর বেদনায় কাতর তিনি। পুরো বাড়ি এখন ফাঁকা হয়ে পড়ে থাকবে। একসঙ্গে ৫ জনের মৃত্যু, বাড়িতে শোক করার লোকও নাই।’
এদিকে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের একই পরিবারের চারজন রয়েছেন মৃতদের তালিকায়। তাঁরা হলেন—ওই গ্রামের রবিন রায়ের স্ত্রী তারা রায় (২২), ছেলে বিষ্ণু রায় (৩), ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩)।
এলাকায় গিয়ে দেখা গেছে, স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে রবিন রায় পাগলপ্রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাচ্চাটা খুব বায়না ধরেছিল নতুন কাপড় নেবে। আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কী নিয়ে বেঁচে থাকব আমি!’
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দিপু বলেন, ‘রোববার বিকেলে মহালয়া দেখার জন্য যাচ্ছিলাম। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে নৌকা দুলতে থাকে। তারপর আমি নিচে পড়ে যাই। সাঁতার কেটে পাড়ে আসি।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘করতোয়া নদ থেকে উদ্ধার হওয়া হাসপাতালে বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই। ১৯ জন গত ৩ দিনে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।’
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খোলা কন্ট্রোল রুমে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন।
আজ করতোয়া নদের আউলিয়া ঘাটে দিনভর স্বজনদের চেয়ে বেশি ভিড় করতে দেখা গেছে উৎসুক লোকজনের। ডুবুরি দলের উদ্ধার কাজ দেখতে এসেছেন বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ।
সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নারী ৩০ জন, পরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। উদ্ধার হওয়া মরহেদগুলের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার ২ জন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে