কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ‘মন্ত্রীর চাতাল’ নামে পরিচিত একটি চাতালের উল্টো দিকের জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম আজেমা বেগম (৪৮)। তিনি শৌলমারী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রজব আলী এবং স্বামীর নাম রোস্তম আলী।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চাতালের ভেতর রক্ত পাওয়া গেছে। পুলিশ সেই আলামত সংগ্রহ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চাতালটি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের। নিহত আজেমা বেগম কয়েক বছর ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় তাঁকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা গেছে।
শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, চাতালের সামনের রাস্তার পাশের জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে যৌন নির্যাতন করার পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ফিরে চেয়ারম্যান নজরুল ইসলাম আরও জানান, চাতাল চত্বরের প্রবেশদ্বার উন্মুক্ত ছিল। চাতালটির অভ্যন্তরে ফটকের কাছে একটি চালা ঘরে থাকা ইটের টুকরা ও ঘরের মেঝের মাটিতে রক্তের ছাপ পাওয়া গেছে। সেখানে ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চেয়ারম্যান বলেন, চাতালটি প্রতিমন্ত্রীর মালিকানাধীন। তবে সেটি বর্তমানে পরিত্যক্ত। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সবুজপাড়া এলাকাটি মাদক কারবারি ও মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে আজ দুপুর ১২টায় প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ফোন দিয়ে তাঁকে পাওয়া যায়নি।
ওসি রূপকুমার সরকার বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ‘মন্ত্রীর চাতাল’ নামে পরিচিত একটি চাতালের উল্টো দিকের জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম আজেমা বেগম (৪৮)। তিনি শৌলমারী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রজব আলী এবং স্বামীর নাম রোস্তম আলী।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চাতালের ভেতর রক্ত পাওয়া গেছে। পুলিশ সেই আলামত সংগ্রহ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চাতালটি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের। নিহত আজেমা বেগম কয়েক বছর ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় তাঁকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা গেছে।
শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, চাতালের সামনের রাস্তার পাশের জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে যৌন নির্যাতন করার পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ফিরে চেয়ারম্যান নজরুল ইসলাম আরও জানান, চাতাল চত্বরের প্রবেশদ্বার উন্মুক্ত ছিল। চাতালটির অভ্যন্তরে ফটকের কাছে একটি চালা ঘরে থাকা ইটের টুকরা ও ঘরের মেঝের মাটিতে রক্তের ছাপ পাওয়া গেছে। সেখানে ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চেয়ারম্যান বলেন, চাতালটি প্রতিমন্ত্রীর মালিকানাধীন। তবে সেটি বর্তমানে পরিত্যক্ত। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সবুজপাড়া এলাকাটি মাদক কারবারি ও মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে আজ দুপুর ১২টায় প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ফোন দিয়ে তাঁকে পাওয়া যায়নি।
ওসি রূপকুমার সরকার বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে