Ajker Patrika

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৮
পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই বছরের মেয়েসহ এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর তিন বছরের ছেলেও আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা হলেন উপজেলার ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার, মেয়ে তাসমিরা তাবাসুম তাসিম ও ছেলে তৌহিদ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি দর্জিটারী এলাকার স্টেশন পার হচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ সুমি ও তাঁর মেয়ে শিশুসন্তান তাসিম ঘটনাস্থলে নিহত হন। এ সময় সঙ্গে থাকা ছেলে তৌহিদ আহত হয়। তাকে গুরুতর অবস্থায় পাটগ্রাম দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ নিয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত