ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন এক তরুণী। এর মধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে ওই তরুণী বলেন, বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের ছেলে নিমাই চন্দ্র করের (২৪) সঙ্গে এক বছর আগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি তাঁর পরিবারের নজরে এলে তাঁরা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজে আশীর্বাদ (এঙ্গেজমেন্ট) সম্পন্ন করে। আর নিমাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। নিমাই অন্যত্র বিয়ে করছে খবর পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে বিয়ের দাবি নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি আমি। কিন্তু এ সময় নিমাইয়ের বাড়ির লোকজন বাধা দিলে নিরূপায় হয়ে বৃষ্টিতে ভিজে অনশন করে ওর বাড়ির সামনে বসে আছি।
বৃষ্টিতে ভিজে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে নিমাইয়ের পরিবার আগামীকাল বুধবার তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করে। আশ্বাস পেয়ে ওই তরুণীকে তাঁর আত্মীয়স্বজনেরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রেমের সম্পর্কের সত্যতা পেয়ে নিমাইয়ের আত্মীয়স্বজনকে তরুণীর সঙ্গে নিমাইয়ের বিয়ে দিতে বলেন। ঘটনাটি প্রকাশ্যে এলে নিমাই কৌশলে আত্মগোপন করেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়ায় মেয়েটিকে তাঁর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন এক তরুণী। এর মধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে ওই তরুণী বলেন, বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের ছেলে নিমাই চন্দ্র করের (২৪) সঙ্গে এক বছর আগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি তাঁর পরিবারের নজরে এলে তাঁরা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজে আশীর্বাদ (এঙ্গেজমেন্ট) সম্পন্ন করে। আর নিমাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। নিমাই অন্যত্র বিয়ে করছে খবর পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে বিয়ের দাবি নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি আমি। কিন্তু এ সময় নিমাইয়ের বাড়ির লোকজন বাধা দিলে নিরূপায় হয়ে বৃষ্টিতে ভিজে অনশন করে ওর বাড়ির সামনে বসে আছি।
বৃষ্টিতে ভিজে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে নিমাইয়ের পরিবার আগামীকাল বুধবার তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করে। আশ্বাস পেয়ে ওই তরুণীকে তাঁর আত্মীয়স্বজনেরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রেমের সম্পর্কের সত্যতা পেয়ে নিমাইয়ের আত্মীয়স্বজনকে তরুণীর সঙ্গে নিমাইয়ের বিয়ে দিতে বলেন। ঘটনাটি প্রকাশ্যে এলে নিমাই কৌশলে আত্মগোপন করেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়ায় মেয়েটিকে তাঁর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে