ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’
এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।
বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’
এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।
বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে