
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’
এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।
বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৪ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে