পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া মোছা. ইশরাত জাহান সুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হন তিনি।
ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রেহেনা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট। উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক আহম্মেদ।
ইশরাত জাহান পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জন্মের পর পা বেকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি সুইটি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। এরপর সমাজের গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনার। ভোট শেষে সব খানেই তাঁকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ। ইশরাত জাহানকে নিয়ে গত ৩০ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, ‘এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাব ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এই ঋণ কোনো দিন ভুলতে পারব না। আগামী দিনে যেন আপনাদের আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
ইশরাত জাহান সুইটির স্বামী ফারুক হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে যে এত মানুষ ভালোবাসে, তা কল্পনা করতে পারিনি। আমরা পীরগাছাবাসীর কাছে ঋণী।’

রংপুরের পীরগাছায় শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া মোছা. ইশরাত জাহান সুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হন তিনি।
ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রেহেনা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট। উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক আহম্মেদ।
ইশরাত জাহান পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জন্মের পর পা বেকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি সুইটি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। এরপর সমাজের গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনার। ভোট শেষে সব খানেই তাঁকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ। ইশরাত জাহানকে নিয়ে গত ৩০ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, ‘এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাব ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এই ঋণ কোনো দিন ভুলতে পারব না। আগামী দিনে যেন আপনাদের আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
ইশরাত জাহান সুইটির স্বামী ফারুক হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে যে এত মানুষ ভালোবাসে, তা কল্পনা করতে পারিনি। আমরা পীরগাছাবাসীর কাছে ঋণী।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে