পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া মোছা. ইশরাত জাহান সুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হন তিনি।
ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রেহেনা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট। উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক আহম্মেদ।
ইশরাত জাহান পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জন্মের পর পা বেকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি সুইটি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। এরপর সমাজের গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনার। ভোট শেষে সব খানেই তাঁকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ। ইশরাত জাহানকে নিয়ে গত ৩০ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, ‘এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাব ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এই ঋণ কোনো দিন ভুলতে পারব না। আগামী দিনে যেন আপনাদের আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
ইশরাত জাহান সুইটির স্বামী ফারুক হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে যে এত মানুষ ভালোবাসে, তা কল্পনা করতে পারিনি। আমরা পীরগাছাবাসীর কাছে ঋণী।’

রংপুরের পীরগাছায় শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া মোছা. ইশরাত জাহান সুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হন তিনি।
ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রেহেনা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট। উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক আহম্মেদ।
ইশরাত জাহান পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জন্মের পর পা বেকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি সুইটি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। এরপর সমাজের গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনার। ভোট শেষে সব খানেই তাঁকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ। ইশরাত জাহানকে নিয়ে গত ৩০ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, ‘এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাব ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এই ঋণ কোনো দিন ভুলতে পারব না। আগামী দিনে যেন আপনাদের আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
ইশরাত জাহান সুইটির স্বামী ফারুক হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে যে এত মানুষ ভালোবাসে, তা কল্পনা করতে পারিনি। আমরা পীরগাছাবাসীর কাছে ঋণী।’

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩০ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে