ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে চলতি মৌসুমে ইরি-বোরো মৌসুমে ধান চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
কৃষকেরা বলছেন, বীজতলায় বীজ বপনের সময় আবহাওয়া ভালো থাকায় বীজতলার চারা সতেজ ও সবুজ ছিল। কিন্তু এরপর কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৬ হাজার ৪০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এ জন্য ৮৯২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।
উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা কৃষক মশিউর রহমান বলেন, ‘সাত বিঘা জমির জন্য বীজতলা তৈরি করেছি। ঠান্ডায় বীজতলার চারা বড় হচ্ছে না। এ ছাড়া চারা রোগাক্রান্ত হয়ে কুঁকড়ে লালচে ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কারও কারও চারা মারা যাচ্ছে। চারা সুস্থ ও সবল না হলে ভালো ফলন পাওয়া যাবে না। বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
পাইকেরছড়া ইউনিয়নের কৃষক ফজলুল হক বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে কুয়াশা থেকে বীজতলা রক্ষায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে রাখছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, ‘বীজতলা নিরাপদ রাখতে কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রোগাক্রান্ত বীজতলায় রাতে ভরে রেখে সকালে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে চলতি মৌসুমে ইরি-বোরো মৌসুমে ধান চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
কৃষকেরা বলছেন, বীজতলায় বীজ বপনের সময় আবহাওয়া ভালো থাকায় বীজতলার চারা সতেজ ও সবুজ ছিল। কিন্তু এরপর কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৬ হাজার ৪০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এ জন্য ৮৯২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।
উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা কৃষক মশিউর রহমান বলেন, ‘সাত বিঘা জমির জন্য বীজতলা তৈরি করেছি। ঠান্ডায় বীজতলার চারা বড় হচ্ছে না। এ ছাড়া চারা রোগাক্রান্ত হয়ে কুঁকড়ে লালচে ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কারও কারও চারা মারা যাচ্ছে। চারা সুস্থ ও সবল না হলে ভালো ফলন পাওয়া যাবে না। বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
পাইকেরছড়া ইউনিয়নের কৃষক ফজলুল হক বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে কুয়াশা থেকে বীজতলা রক্ষায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে রাখছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, ‘বীজতলা নিরাপদ রাখতে কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রোগাক্রান্ত বীজতলায় রাতে ভরে রেখে সকালে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে