কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার রাতে মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল রোববার দিবাগত রাতে মন্দিরের দরজা খুলে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা বলছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে প্রায় ৫০ বছর ধরে পূজা পালন করে আসছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। গত বুধবার মন্দিরে কালী পূজা উদ্যাপন হয়েছে। আজ সোমবার রাতে অষ্টহারা এবং সংঘ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে মন্দিরের বাঁশের দরজা খুলে কে বা কারা ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। কালী প্রতিমার মাথা, হাত, পা ও শিব প্রতিমার মাথা ও পায়ের একাংশ ভেঙে ফেলে। এ ছাড়া মন্দিরের ভেতরে থাকা পূজার সামগ্রী নিয়ে যায়। সোমবার সকালে হরিশ চন্দ্র নামের স্থানীয় এক সেবায়েত মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের গেট খোলা পান। ভেতরে ঢুকে কালী ও শিবের প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতা ও স্থানীয় লোকজনকে জানান। পরে মন্দিরে গিয়ে সবাই এ ঘটনা দেখতে পান। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পারেননি কেউ। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ ও প্রশাসনসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পিবিআই ও সিআইডি গিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক উদয় চন্দ্র বর্মণ বলেন, ‘প্রশাসনের কাছে আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন।’
এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘এ ব্যাপারে সোমবার রাতে বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযোগটি এজাহারভুক্ত করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্ৰেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।’

রংপুরের কাউনিয়ায় বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার রাতে মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল রোববার দিবাগত রাতে মন্দিরের দরজা খুলে কালী ও শিবের প্রতিমা ভাঙচুরের ঘটিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা বলছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে প্রায় ৫০ বছর ধরে পূজা পালন করে আসছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। গত বুধবার মন্দিরে কালী পূজা উদ্যাপন হয়েছে। আজ সোমবার রাতে অষ্টহারা এবং সংঘ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে মন্দিরের বাঁশের দরজা খুলে কে বা কারা ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। কালী প্রতিমার মাথা, হাত, পা ও শিব প্রতিমার মাথা ও পায়ের একাংশ ভেঙে ফেলে। এ ছাড়া মন্দিরের ভেতরে থাকা পূজার সামগ্রী নিয়ে যায়। সোমবার সকালে হরিশ চন্দ্র নামের স্থানীয় এক সেবায়েত মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের গেট খোলা পান। ভেতরে ঢুকে কালী ও শিবের প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতা ও স্থানীয় লোকজনকে জানান। পরে মন্দিরে গিয়ে সবাই এ ঘটনা দেখতে পান। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পারেননি কেউ। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ ও প্রশাসনসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পিবিআই ও সিআইডি গিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক উদয় চন্দ্র বর্মণ বলেন, ‘প্রশাসনের কাছে আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন।’
এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘এ ব্যাপারে সোমবার রাতে বল্লভবিষু মহাশ্মশান কালী মন্দিরের সেবায়েত পতিরাম বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযোগটি এজাহারভুক্ত করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্ৰেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে